<p><strong>কলকাতা:</strong> যাদবপুরকাণ্ড নিয়ে তদন্ত কমিটি গঠন করেছেন আচার্য। যাদবপুরকাণ্ড নিয়ে রাজ্যপালকে রিপোর্ট দিয়েছেন উপাচার্য ভাস্কর গুপ্ত। কাল উপাচার্যকে বৈঠকে ডাকলেন <a title="রাজ্যপাল" href="https://bengali.abplive.com/topic/governor" data-type="interlinkingkeywords">রাজ্যপাল</a> সিভি আনন্দ বোস। যদিও এখনও হাসপাতালে ভর্তি যাদবপুর বিশ্ববিদ্যালয়ের অন্তর্বর্তী উপাচার্য। </p>
<p>অচলাবস্থা কাটছেই না যাদবপুরে। বৃহস্পতিবারও বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস মুখরিত হল স্লোগানে। অরবিন্দ ভবনের সামনে ডাফলি বাজিয়ে বিক্ষোভে সামিল হলেন আন্দোলনকারী পড়ুয়ার। উপচার্য হাসপাতালে ভর্তি। বলছেন অসুস্থ। সহ উপাচার্য বিশ্ববিদ্য়ালয়ের কাজে বেঙ্গালুরু গেছেন। কিন্তু আন্দোলনরত পড়ুয়ারা আলোচনার দাবিতে অনড়। এই আবহে এবার উপাচার্যকে বৈঠকে ডাকলেন আচার্য। যদিও উপাচার্য ভাস্কর গুপ্ত এখন হাসপাতালে চিকিৎসাধীন। </p>
<p>মঙ্গলবার, থেকে অবস্থান-বিক্ষোভ চালিয়ে যাচ্ছেন আন্দোলনকারী পড়ুয়ারা। কিন্তু শনিবারের ঘটনার পর থেকে আর বিশ্ববিদ্য়ালয়ে আসেননি উপাচার্য। অসুস্থতার কারণ দর্শিয়ে বুধবার দুপুরে আর এন টেগোর হাসপাতালে ভর্তি হন যাদবপুরের অন্তর্বর্তী উপাচার্য ভাস্কর গুপ্ত। বিশ্ববিদ্যালয়ের আন্দোলনরত ছাত্র বলেন, "কর্তৃপক্ষকে আসতেই হবে, কর্তৃপক্ষর সঙ্গে কথা বলতে হবে। VC-র শরীর খারাপ, আমরা মানবিক দৃষ্টিভঙ্গি থেকেই বলছি, হ্যাঁ, উনি দ্রুত সুস্থ হয়ে উঠুন। কিন্তু, অন্যান্য কর্তৃপক্ষ তাঁরা কথা বলুক আমাদের সঙ্গে। যতক্ষণ না কর্তৃপক্ষ আসছে আমরা আমাদের জায়গা থেকে উঠছি না।”<u></u><br /><br />হাসপাতাল সূত্রে খবর, তাঁর শারীরিক অবস্থা এখন স্থিতিশীল রয়েছে। হাসপাতাল সূত্রে দাবি, আরও কিছু পরীক্ষা-নিরীক্ষা করা হবে, তারপর ছাড়ার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। অন্তর্বর্তী উপাচার্যের স্ত্রী কেয়া গুপ্ত জানিয়েছেন, "এখনও পুরোপুরি স্থিতিশীল নয়, অবজারবেশনে রয়েছে…<a title="করোনা" href="https://bengali.abplive.com/topic/COVID-19" data-type="interlinkingkeywords">করোনা</a>রি অ্যাঞ্জিওগ্রাম করা হবে।”আর এন টেগোর হাসপাতালের চিকিৎসক অরিন্দম বিশ্বাস বলেন, "কার্ডিওলজিস্ট দেখে পরিষ্কার উনি বলেছেন যে, হয়তো ভবিষ্যতে একটা সিটি অ্যাঞ্জিও লাগবে। কিন্তু ইসিজি ইকোটা নর্মাল এসেছে। সুতরাং, সেটা ভবিষ্যতে করা যাবে। কিছুটা স্থিতিশীল হয়েছে। এটা একটা বড় পয়েন্ট।”<u></u><strong><u><br /><br /></u>আরও পড়ুন: <a title="Jalpaiguri News: হাতির হানা ঠেকাতে গিয়ে গেল প্রাণ, পিষ্ট হয়ে ঠিকাদার সংস্থার কর্মীর মৃত্যু" href="https://bengali.abplive.com/district/jalpaiguri-news-contractor-company-employee-death-while-preventing-elephant-attack-1123564" target="_self">Jalpaiguri News: হাতির হানা ঠেকাতে গিয়ে গেল প্রাণ, পিষ্ট হয়ে ঠিকাদার সংস্থার কর্মীর মৃত্যু</a></strong></p>
Source link
যাদবপুরকাণ্ড নিয়ে তদন্ত কমিটি গঠন, উপাচার্যকে বৈঠকে ডাকলেন আচার্য
