NOW READING:
‘এটাকে অ্য়াক্সিডেন্ট হিসেবেই দেখছি, ইচ্ছাকৃত নয়,’ মন্তব্য শিক্ষামন্ত্রীর গাড়িতে আহত ছাত্রের মা
March 4, 2025

‘এটাকে অ্য়াক্সিডেন্ট হিসেবেই দেখছি, ইচ্ছাকৃত নয়,’ মন্তব্য শিক্ষামন্ত্রীর গাড়িতে আহত ছাত্রের মা

‘এটাকে অ্য়াক্সিডেন্ট হিসেবেই দেখছি, ইচ্ছাকৃত নয়,’ মন্তব্য শিক্ষামন্ত্রীর গাড়িতে আহত ছাত্রের মা
Listen to this article


কলকাতা: যাদবপুর বিশ্ববিদ্য়ালয়ে, শিক্ষামন্ত্রীর গাড়িতে পিষ্ট হয়ে, ছাত্রের আহত হওয়ার অভিযোগ উঠেছে। চোখে আঘাত নিয়ে হাসপাতালে ভর্তি ইংরেজি অনার্সের প্রথম বর্ষের ছাত্র ইন্দ্রানুজ রায়। এই পরিস্থিতিতে আহত ছাত্রের পরিবারকে ফোন করে দুঃখপ্রকাশ করেছেন শিক্ষামন্ত্রী ব্রাত্য় বসু। এই ঘটনা ইচ্ছাকৃত নয় বলে মন্তব্য করলেন আহত ছাত্রের মা।

শনিবার থেকে মঙ্গলবার, ৪ দিন পেরোতে চললেও যাদবপুরকাণ্ডে বিতর্ক থামছে না। শনিবার তাঁকে ইচ্ছাকৃতভাবে চাপা দেওয়ার চেষ্টা করা হয়েছিল বলে ইতিমধ্যেই দাবি করেছেন জখম ইন্দ্রানুজ। যদিও, এদিন তাঁর মা বলেন গোটা ঘটনা ইচ্ছাকৃতভাবে ঘটানো হয়েছিল বলে তিনি মনে করেন না। যাদবপুরকাণ্ডে জখম ইন্দ্রানুজ রায়ের মা বর্ণালী রায় বসু বলেন, “আমি এটাকে অ্য়াক্সিডেন্ট হিসেবেই দেখছি কিন্তু ধাক্কাটা ওই গাড়িটাতেই লেগেছে। কিন্তু এটা অ্য়াক্সিডেন্ট। ইচ্ছাকৃত নয়। এবং এটা কেউই চায়নি। যাঁরা নাকি মন্ত্রীমশাইকে তুলে দিলেন এবং উনিও খানিকটা বিহ্বল ওই সময় উনি যদি জানতেন এটা হবে, উনি কিছুতেই গাড়ি চালাতে দিতেন না, এটা আমি বিশ্বাস করি। তারা যদি ছাত্রদেরও সরিয়ে দিত সামনে থেকে সেটাই কাম্য ছিল।”

গত শনিবার যাদবপুর বিশ্ববিদ্য়ালয় ক্য়াম্পাসে এক ছাত্রকে পিষে দেওয়ার অভিযোগ ওঠে শিক্ষামন্ত্রীর ব্রাত্য় বসুর গাড়ির বিরুদ্ধে। সেদিন ঠিক কী ঘটেছিল, তা নিয়ে এই প্রথম হাসপাতাল থেকে মুখ খুলেছেন সেই ছাত্র, যিনি এখন চোখে আঘাত নিয়ে হাসপাতালে চিকিৎসাধীন। যাদবপুরের ইংরেজি স্নাতকের প্রথম বর্ষের ইন্দ্রানুজ রায়। গতকাল ইন্দ্রানুজ বলেন, “আমরা আলোচনা করার ব্যবস্থা করার সাথে সাথেই ওখানে তৃণমূলের বাকি কর্মীরা হামলা শুরু করে এবং মন্ত্রীকে গাড়িতে তুলে দেন। গাড়ি চালু হয়নি তখনও আমরা সামনে দাঁড়িয়ে মানববন্ধন তৈরি করলাম। কিন্তু উনি সেটা সত্ত্বেও হচ্ছে গাড়ি চালককে নির্দেশ দিলেন গাড়িটাকে চালিয়ে নিয়ে যেতে।”

এদিকে চিকিৎসাধীন পড়ুয়ার আঘাতের ধরন নিয়ে তৃণমূল যে প্রশ্ন তুলছে, তা সরাসরি খারিজ করে দিয়েছেন আহত ছাত্রের মা-ও। তিনি বলেন, “ডাক্তারকে আমি আজকে সরাসরি জিজ্ঞেস করেছি আঘাতটা কীসের? উনি বলেছেন যে এটা ফাইন কাট নয়। এটা একটা স্ম্যাশড। কোনও ভারী কিছুর ধাক্কা লাগলে থেঁতলে যাওয়া যাকে বলে চোখের সাইডটা থেঁতলে গেছে। এটা ডাক্তার যা অভিমত দিয়েছেন যে এটা থেঁতলে যাওয়া জিনিস। কাট নয়। কোনও ভারী কিছুর ধাক্কা লাগলে এভাবে থেঁতলানো সম্ভব।”

আরও পড়ুন: Burdwan Medical College: ইঞ্জেকশন দেওয়ার পরই অসুস্থ! অভিযোগ ঘিরে চাঞ্চল্য বর্ধমান মেডিক্যালে

আরও দেখুন



Source link