<p>ABP Ananda Live: ‘আমাকে ডাক্তার এখন পুরোপুরি বিশ্রাম নিতে বলেছে, কোনও কাজ না করতে। ওই ঘটনার দিন আমি হাসপাতালে সেই ছাত্রকে দেখতে যাই, এরপর মানসিক তো একটা চাপ থাকেই ,রক্তচাপ বেড়ে গেছে আমার। এখনও পর্যন্ত রক্তচাপ কন্ট্রোলে আসেনি। আমার মন তো পড়ে থাকে বিশ্ববিদ্যালয়ে, ডাক্তার যতক্ষণ না পর্যন্ত ছাড়বে, ততক্ষণ যায় কী করে’, মন্তব্য যাদবপুর বিশ্ববিদ্যালয়ের অন্তবর্তী উপাচার্য ভাস্কর গুপ্তর।</p>
<p> </p>
<p>যাদবপুরকাণ্ডের প্রতিবাদে আজ রাজ্যের সমস্ত কলেজ ও বিশ্ববিদ্যালয়ে ছাত্র ধর্মঘটের ডাক দিয়েছে SFI। আর এই ধর্মঘটকে কেন্দ্র করে মেদিনীপুর কলেজে বেঁধে গেল তুলকালাম। সংঘর্ষে জড়ালেন SFI ও TMCP-র সদস্যরা।</p>
<p>ধর্মঘটের সমর্থনে SFI সদস্যরা কলেজের ১ নম্বর গেটের সামনে অবস্থান করছিলেন। অভিযোগ, সেই সময় তৃণমূল ছাত্র পরিষদের জেলা সভাপতি রবীন্দ্রনাথ ঘোষের নেতৃত্বে বহিরাগতরা জোর করে ঢোকার চেষ্টা করে। এই নিয়ে দু’পক্ষের মধ্যে সংঘর্ষ বেধে যায়। কয়েকজন জখমও হন। TMCP-র সদস্যরা কয়েকজন SFI সদস্যকে টেনে-হিঁচড়ে গেট থেকে তুলে দেন। পুলিশের বিরুদ্ধেও অভিযোগ তুলেছে সিপিএমের ছাত্র সংগঠন। কলেজ কর্তৃপক্ষের অনুমতি ছাড়াই পুলিশ বারবার ক্যাম্পাসে ঢুকছে বলে SFI-এর অভিযোগ। </p>
Source link
আমার মন তো পড়ে থাকে বিশ্ববিদ্যালয়ে,ডাক্তার না ছাড়লে যায় কী করে: অন্তবর্তী উপাচার্য
