NOW READING:
Ram navami celebration | Jadavpur University: যদুবংশে কি এবার প্রতিষ্ঠা পাবে রাম? রামনবমী পালনে এবার উত্তাল যাদবপুর বিশ্ববিদ্যালয়…
April 4, 2025

Ram navami celebration | Jadavpur University: যদুবংশে কি এবার প্রতিষ্ঠা পাবে রাম? রামনবমী পালনে এবার উত্তাল যাদবপুর বিশ্ববিদ্যালয়…

Ram navami celebration | Jadavpur University: যদুবংশে কি এবার প্রতিষ্ঠা পাবে রাম? রামনবমী পালনে এবার উত্তাল যাদবপুর বিশ্ববিদ্যালয়…
Listen to this article


জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: যাদবপুর বিশ্ববিদ্যালয় কলকাতায় বরাবর বামপন্থী রাজনীতির কেন্দ্রস্থল হিসেবে পরিচিত। একসময় বামপন্থী ছাত্র সংগঠন ছাড়া নির্বাচনে কেউ দাঁড়াতে পারত না। তুমুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ছাত্র সংসদ গড়ে SFI. হালে মাথা তুলে দাঁড়িয়েছে তৃণমূল ছাত্র সংগঠন TMCP. কিন্তু বিজেপির ছাত্র সংগঠন ABVP সেভাবে মুখ দেখাতে পারেনি এখনও। এবছরের রামনবমী উপলক্ষে বিজেপির ছাত্র সংগঠন যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে চাইছে রামনবমী পালন করতে। আর এখানেই বেঁধেছে গন্ডগোল।

 Zee ২৪ ঘণ্টার সব খবরের আপডেটে চোখ রাখুন। ফলো করুন Google News

যাদবপুর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে রাম নবমী উদযাপনের অনুমতি না দেওয়ায় তুমুল বিতর্কের সৃষ্টি হয়েছে। হিন্দু ছাত্র সংগঠনগুলি বিক্ষোভ দেখায়, অন্যদিকে বামপন্থী সংগঠনগুলি এই অনুষ্ঠানের বিরোধিতা করে।

বিশ্ববিদ্যালয় একটি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে যেখানে বলা হয়েছে, ‘উপাচার্যের অনুপস্থিতিতে ক্যাম্পাসের ভেতরে রাম নবমী আয়োজনের অনুমতি দেওয়া সম্ভব নয়।’

আরও পড়ুন: ‘আমার সারা জীবনের পরীক্ষায় ফার্স্ট হবার পুরস্কার বোধহয় এই চাকরি চলে যাওয়া…’

গত সপ্তাহে, যাদবপুর বিশ্ববিদ্যালয়ের অন্তর্বর্তীকালীন উপাচার্য ভাস্কর গুপ্তকে পশ্চিমবঙ্গের রাজ্যপাল সিভি আনন্দ বোস ক্যাম্পাসে অশান্তি কন্ট্রোল করতে না পারা এবং আদেশ অমান্য করার জন্য অপসারণ করেন।

এর আগে, হিন্দু ছাত্র ইউনিয়ন এবং অন্যান্য ছাত্ররা বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে উৎসব পালনের পরিকল্পনা ঘোষণা করেছিল। তবে প্রশাসনের এই সিদ্ধান্তের ফলে আয়োজকদের মধ্যে অসন্তোষ দেখা দিয়েছে।

গত মাসে, রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর সফরের সময় বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের ভেতরে এক বিশাল ছাত্র বিক্ষোভ ছড়িয়ে পড়ে। কিছু ছাত্র তাকে ‘ঘেরাও’ এবং শারীরিকভাবে লাঞ্ছিত করার অভিযোগ করে এবং মন্ত্রীর গাড়ি ভাঙচুরও করে।

আরও পড়ুন: স্টেশনে ট্রেনের আওয়াজে ঢাকা পড়ল ক্ষুধার্ত তরুণীর ধর্ষণের আর্তনাদ! যুবকের লালসা তখন…

রাম নবমী উদযাপনের একজন ছাত্র এবং সংগঠক সোমসূর্য ব্যানার্জি বলেন, “আমরা এই বছর ক্যাম্পাসের ভেতরে রাম নবমী উদযাপন করতে বদ্ধপরিকর। গত বছর আমাদের প্রথমে অনুমতি দেওয়া হয়েছিল, কিন্তু পরে বিক্ষোভের কারণে তা প্রত্যাখ্যান করা হয়েছিল। এবার আমরা অনুমতি চেয়েছি এবং আমাদের সিদ্ধান্তে অটল। মানুষ যদি বিশ্ববিদ্যালয়ের ভেতরে ইফতার উদযাপন করতে পারে, তাহলে আমরা কেন রাম নবমী উদযাপন করতে পারব না? আমরা আইনি ব্যবস্থা নেব এবং যে কেউ আমাদের বাধা দেওয়ার চেষ্টা করবে তাকে মোকাবিলা করব।’

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)





Source link