অর্কদীপ্ত মুখোপাধ্যায়: খাতা না দেখে নম্বর দেওয়ার অভিযোগ ওঠে যাদবপুর বিশ্ববিদ্যালয়। অভিযোগ ওঠে সাংবাদিকতা বিভাগে। জানা গিয়েছে, খাতা না দেখে নম্বর দেওয়ার অভিযোগ। খাতা রিভিউ করার সময়ে এই ঘটনা সামনে আসে বলে জানা গিয়েছে। যদিও যে অধ্যাপকের বিরুদ্ধে অভিযোগ, তিনি গোটা বিষয়টা অস্বীকার করেছেন।
এই ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য বিশ্ববিদ্যালয়ে। শুক্রবার অরবিন্দ ভবেন উপাচার্যের সামনে সেমিস্টারের খাতা চেক করা হল পিজি ওয়ান ছাত্র-ছাত্রীদের। খাতায় কিছু অস্বচ্ছতা রয়েছে বলে জানালেন ডিপার্টমেন্টাল হেড পার্থসারথী চক্রবর্তী। এই সময় উপস্থিত ছিলেন দিন এবং আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের প্রফেসর ইমন কল্যাণ লাহিড়ি। তিনি বলেন বেশকিছু অস্বচ্ছতা ধরা পড়েছে, পুরো বিষয়টি তদন্ত হওয়া প্রয়োজন।
আরও জানা গিয়েছে, আজই উপাচার্যকে রিপোর্ট পাঠানো হবে ডিপার্টমেন্টের তরফ থেকে।
আরও পড়ুন:Bardhaman: স্কুল মা, পড়ুয়ারা সন্তান! সম্পর্কের অন্য ছবিতে বর্ধমানে জিয়া নস্টাল…
পুরো ঘটনায় জানা গিয়েছিল, সেকেন্ড সেমিস্টারের পড়ুয়াদের খাতার নম্বর নিয়ে ক্ষোভ ছিল। এই ক্ষোভের পরই পড়ুয়ারা অভিযোগ করতে থাকে যে, খাতা ঠিকভাবে দেখা হয়নি। তাই পরীক্ষার খাতা রিভিউ করতে হবে। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের নিয়ম অনুযায়ী, রিভিউ করতে গেলে বাইরে থেকে শিক্ষক এনে সেটি করতে হবে। রিভিউ করার সময় দেখা যায়, একটা-দুটো নয় ৫০টি খাতায় নম্বরের গরমিল রয়েছে। আরও জানা যায়, খাতা চেক করার সময় যিনি খাতা দেখছেন তার সই থাকতে হয়। এবং প্রত্যেক পড়ুয়া কত নম্বর পেয়েছে সেটাও লিখতে হয়। কিন্তু এক্ষেত্রে সেই ধরণের কোনও কিছু খাতায় উল্লেখ নেই। এই ঘটনা প্রকাশ্যে আসতেই পড়ুয়ারা ক্ষোভে ফেটে পড়ে। সোমবার দীর্ঘক্ষণ তারা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের সঙ্গে আলোচনা করেন বলে জানা গিয়েছে।
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)