NOW READING:
যাদবপুর নিয়ে কড়া হুঁশিয়ারি সৌগতর, ‘ওটা ওদের সৌভাগ্য যে ছেলেটা আহত, না হলে..’ !
March 3, 2025

যাদবপুর নিয়ে কড়া হুঁশিয়ারি সৌগতর, ‘ওটা ওদের সৌভাগ্য যে ছেলেটা আহত, না হলে..’ !

যাদবপুর নিয়ে কড়া হুঁশিয়ারি সৌগতর, ‘ওটা ওদের সৌভাগ্য যে ছেলেটা আহত, না হলে..’ !
Listen to this article


কলকাতা: অরূপের সুরে এবার সৌগত, যাদবপুর নিয়ে কড়া হুঁশিয়ারি ।’তৃণমূলের ২-৩ হাজার ঢুকলে কোথায় বাঁচবে? প্রেসিডেন্সির মতো এখানেও এখনও পুলিশ নিয়ে ভাবতে হবে। প্রশাসনিক ব্যবস্থা নিলে হাজার খানেক পুলিশ ঢুকে যাবে। ওটা ওদের সৌভাগ্য যে ছেলেটা আহত, না হলে কেউ সমবেদনা দেখাত না। যাদবপুর তো বাংলার বাইরে নয় । কেউ গেলেই গাড়ি ভাঙবে। যাদবপুরে একটা অসহ্য বাঁদরামির খেলা চলছে, সহ্য করা যায় না। তারপর থেকে ওরা আর আসবে না, বামেদের হুঙ্কার তৃণমূল সাংসদের ।

তিনি বলেন, ‘যাদবপুর তো বাংলার বাইরে নয়, কেউ গেলেই গাড়ি ভাঙবে, সহ্য করা যায় না। যাদবপুরে একটা অসহ্য বাঁদরামির খেলা চলছে। এর আগে বাবুল, ধনকড়কে বাধা, এবার ব্রাত্যকেও বাধা। ছেলেটা দুর্ভাগ্যজনকভাবে আহত না হলে কেউ সমবেদনা দেখাত না।’অপরদিকে, অরূপ বিশ্বাস বলেছেন এক মিনিটে দখল করতে পারি, ২-৩ হাজার ঢুকলে কোথায় বাঁচবে। প্রেসিডেন্সির মতো এখানেও এখনও পুলিশ নিয়ে ভাবতে হবে’

আরও পড়ুন, যাদবপুরকাণ্ডের প্রতিবাদে সিপিএম, বারুইপুরে ‘বন্দি’ সুজন !

(খবরটি সম্প্রতি ব্রেক করা হয়েছে। বিস্তারিত কিছুক্ষণ পরই দেওয়া হচ্ছে। একটু পরে রিফ্রেশ করুন। জেলা থেকে শহর, দেশ, বিদেশ, বিনোদন থেকে খেলা, বিজ্ঞান থেকে প্রযুক্তি সহ অন্যান্য সমস্ত খবরের আপডেটের জন্য দেখতে থাকুন এবিপি আনন্দ ও এবিপি লাইভ)

আরও দেখুন



Source link