NOW READING:
যাদবপুরের নতুন ফুটেজ দেখিয়ে বিস্ফোরক দাবি দেবাংশুর, ‘মাওবাদীদের সঙ্গে হাত মিলিয়েছে বামেরা ..’!
March 4, 2025

যাদবপুরের নতুন ফুটেজ দেখিয়ে বিস্ফোরক দাবি দেবাংশুর, ‘মাওবাদীদের সঙ্গে হাত মিলিয়েছে বামেরা ..’!

যাদবপুরের নতুন ফুটেজ দেখিয়ে বিস্ফোরক দাবি দেবাংশুর, ‘মাওবাদীদের সঙ্গে হাত মিলিয়েছে বামেরা ..’!
Listen to this article



<p><strong>কলকাতা:</strong> যাদবপুরে অশান্তির নেপথ্যে বাম-মাও আঁতাঁতের অভিযোগ দেবাংশুর । যাদবপুরকাণ্ডে আগেই বামেদের তত্ত্ব উড়িয়েছেন, এবার ‘মাওবাদীযোগ’ নিয়ে বিস্ফোরক অভিযোগ শোনা গেল দেবাংশুর মুখে। ‘শিক্ষামন্ত্রীর গাড়ির ধাক্কায় জখম ছাত্র’ অভিযোগে চারিদিকে যখন সকলে সরব, ঠিক তখনই গতকাল ফ্রেমে-ফ্রেমে অন্য় তথ্য় তুলে ধরেছিলেন দেবাংশু ভট্টাচার্য। বলেছিলেন, ‘ছবিটি সম্পূর্ণভাবে মিথ্য়ে।’ আজও সাংবাদিক বৈঠকে এসে আরও একধাপ এগিয়ে তিনি বললেন ,’মাওবাদীদের সঙ্গে হাত মিলিয়েছে বামেরা ..’।&nbsp;</p>
<p>[yt]https://www.youtube.com/watch?v=GqMNx6lzJAI[/yt]</p>
<p>’শিক্ষামন্ত্রী-অধ্যাপকদের উপর যে হামলার ঘটনা ঘটেছে, সেটা সিপিএম এবং মাওবাদী একযোগে চালানো হামলা।’ স্পষ্ট অভিযোগ করেছেন দেবাংশু ভট্টাচার্য। এবং সেই সঙ্গে শিক্ষামন্ত্রীর গাড়ির ধাক্কায় যাদবপুর বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষের পড়ুয়া ইন্দ্রানুজ রায়ের ধাক্কা লাগার ঘটনা সেটা পুরোপুরি উড়িয়ে দিয়েছেন তিনি। ওই ফুটেজ মিথ্য়ে, ভুয়ো বলেছেন দেবাংশু ভট্টাচার্য। তিনি এদিন সাংবাদিক সম্মেন করে বলেন, ইন্দ্রানুজ বলে যে ছেলেটি, আহত হয়েছে, সেই ছেলেটিকে, আমরা মাওবাদী বলছিলাম বলে, অনেকেই আমাদের বিরোধী রাজনৈতিক মনোভাবাপন্ন মানুষ বলছিলেন, যে কোনও ছাত্রকে এইভাবে দাগিয়ে দেওয়া ঠিক নয় ইত্যাদি ইত্যাদি। দেখুন আমরা তাঁকে মাওবাদী বলছি না। হাতে ইন্দ্রানুজের ফেসবুক পোস্টের একটি প্রিন্ট আউট দেখিয়ে তিনি বলেন, ইন্দ্রানুজ নিজেই নিজেকে মাওবাদী বলছে। ‘</p>
<p>আরও পড়ুন, <a title="ধেয়ে আসছে পশ্চিমী ঝঞ্ঝা ! কোন এলাকায় রয়েছে ঘূর্ণাবর্ত ? কাল কেমন থাকবে আবহাওয়া" href="https://bengali.abplive.com/district/cyclone-alert-west-bengal-weather-update-on-5-march-light-to-medium-rain-forecast-in-north-bengal-and-himachal-pradesh-but-no-rain-in-kolkata-south-bengal-1123286" target="_self">ধেয়ে আসছে পশ্চিমী ঝঞ্ঝা ! কোন এলাকায় রয়েছে ঘূর্ণাবর্ত ? কাল কেমন থাকবে আবহাওয়া</a></p>



Source link