NOW READING:
শিক্ষামন্ত্রীর গাড়ির নীচে যাদবপুরের পড়ুয়া, সোমবার সব বিশ্ববিদ্য়ালয়ে ছাত্র ধর্মঘটের ডাক
March 1, 2025

শিক্ষামন্ত্রীর গাড়ির নীচে যাদবপুরের পড়ুয়া, সোমবার সব বিশ্ববিদ্য়ালয়ে ছাত্র ধর্মঘটের ডাক

শিক্ষামন্ত্রীর গাড়ির নীচে যাদবপুরের পড়ুয়া, সোমবার সব বিশ্ববিদ্য়ালয়ে ছাত্র ধর্মঘটের ডাক
Listen to this article


কলকাতা:  শিক্ষামন্ত্রীকে ঘিরে বিক্ষোভ…হেনস্থা…যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসের তাঁর গাড়িতে হামলার পাশাপাশি ধরা পড়ল আরও এক ভয়ঙ্কর ছবি। শিক্ষামন্ত্রীর গাড়ির ধাক্কায় জখম হলেন আন্দোলনকারী ছাত্র। ক্য়ামেরায় এই ছবি ধরা পড়ার পরও গোটা ঘটনা বানানো বলে দাবি করছেন তৃণমূলের হেভিওয়েট নেতা ও মন্ত্রী অরূপ বিশ্বাস।

ছাত্র ধর্মঘটের ডাক দিল SFI: যাদবপুর বিশ্ববিদ্যালয়ে তুলকালাম পরিস্থিতি। চলন্ত গাড়িকে আটকানোর চেষ্টা করেন নীল-সবুজ স্ট্রাইপ শার্ট পরা এক ছাত্র। সেই অবস্থাতেই এগিয়ে যায় শিক্ষামন্ত্রীর গাড়ি। শিক্ষামন্ত্রীর গাড়ির নীচে পড়ে গেলেন যাদবপুর বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষের পড়ুয়া ইন্দ্রানুজ রায়। ছবিতে দেখা যাচ্ছে, গাড়ির নীচ থেকে টেনে বের করা হচ্ছে তাঁকে। আহত ছাত্র ইন্দ্রানুজ রায় বলেন, “আমরা গাড়ির সামনে বসলাম, স্যর দাঁড়ান আমরা কথা বলব। ওই অবস্থায় গাড়ি স্টার্ট করে এগনো শুরু করে। তখন পিকআপ বাড়তে থাকে তখন আমরা যেহেতু সরতে পারছিলাম না পিছন দিকে দৌঁড় শুরু করি।+তখন আমরা করি যে গাড়িটাকে আমরা ধরব…কিন্তু তখন আরও স্পিড বাড়িয়ে দেন। তখন ছিটকে পড়ি। এবং মাথাটা যাতে চাকাতে না যায় তখন হচ্ছে আমি মাথাটা ঘুরিয়ে নিই, এবং তাতেই চোখের উপর দিয়ে চাকাটা চলে যায় বা পায়ের চেটোর উপর দিয়ে চাকাটা যায়।”

তৃণমূলের অধ্যাপক সংগঠন ওয়েবকুপার বার্ষিক সাধারণ সভা ঘিরে শনিবার নজিরবিহীন পরিস্থিতি তৈরি হল যাদবপুর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে। শিক্ষামন্ত্রীকে ঘিরে বিক্ষোভ, হেনস্থার মাঝে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসের তাঁর গাড়িতে হামলার পাশাপাশি ধরা পড়ে এই ভয়ঙ্কর ছবিও। ক্য়ামেরায় এই ছবি ধরা পড়ার পরও গোটা ঘটনা বানানো বলে দাবি করছেন তৃণমূলের হেভিওয়েট নেতা ও মন্ত্রী অরূপ বিশ্বাস। এবিষয়ে বিশ্ববিদ্যালয়ের ছাত্র শুভদীপ বন্দ্য়োপাধ্য়ায় বলেন, “উনি যে শিক্ষামন্ত্রী, না তৃণমূলের গুন্ডা সেটা আমার গুলিয়ে যাচ্ছে, কারণ, ওঁর গাড়ি আমাদের ছাত্র-ছাত্রীদের পিষে বেরিয়ে গেছে ওখান থেকে। উপাচার্য সেখানে উপস্থিত ছিলেন। উনি শিক্ষামন্ত্রীর সঙ্গে গল্প করছিলেন। ভয়ানকভাবে আহত হচ্ছে ইন্দ্রানুজ। ইন্দ্রানুজের ওপর দিয়ে গাড়িটা চলে গেছে।” এপ্রসঙ্গে শিক্ষামন্ত্রী জানিয়েছেন, “যেই ছাত্র আহত হয়ে থাকুক আমার তার জন্য সমবেদনা রয়েছে। আমাদের পক্ষে থাক। আমাদের বিপক্ষে থাক আমার তার জন্য সমবেদনা আছে। কিন্তু আজকে এই নৈরাজ্য সৃষ্টি না করলেই ভাল হত।” ঘটনার প্রতিবাদে সোমবার সমস্ত বিশ্ববিদ্য়ালয়ে ছাত্র ধর্মঘটের ডাক দিয়েছে SFI.

আরও পড়ুন: Jadavpur University Chaos: WBCUPA-SFI সংঘাতে তুলকালাম, রণক্ষেত্র যাদবপুর বিশ্ববিদ্যালয়ে আক্রান্ত শিক্ষামন্ত্রী

আরও দেখুন



Source link