<p>ABP Ananda Live: ইন্দ্রানুজ রায়ের অভিযোগের ভিত্তিতে আজই FIR করার নির্দেশ বিচারপতি তীর্থঙ্কর ঘোষের। রাজ্যের রিপোর্ট তলব বিচারপতি ঘোষের। আগামী ১২ মার্চের মধ্যে রিপোর্ট তলব। এই ঘটনা সহজেই এড়ান যেত, মন্তব্য বিচারপতি ঘোষের। পুলিশের গা ছাড়া মনোভাবের জন্য এই বিপত্তি, মন্তব্য বিচারপতি ঘোষের। ‘আমার তো মনে হচ্ছে এটা গোয়েন্দা বিভাগের ব্যর্থতা’। ‘গোয়েন্দারা কি মন্ত্রীকে সতর্ক করেছিলেন? মন্ত্রী কি সেই সতর্কবার্তা উপেক্ষা করেছিলেন?’ এক পক্ষের বয়ানের ভিত্তিতে অভিযোগ দায়ের হয়েছে, অপরপক্ষের বয়ান কোথায়? প্রশ্ন। বিচারপতির। ‘নিরাপত্তাপ্রাপ্ত ব্যক্তির কাছাকাছি যদি বিক্ষোভকারীরা চলে আসেন সেক্ষেত্রে সমস্যা হবে’। প্রতিবেশী রাষ্ট্রের মতো যেন না হয়, মন্তব্য বিচারপতির।</p>
<p><strong>মঙ্গলবারের মধ্যে তাপমাত্রা ৩৪-৩৫ ডিগ্রি ছুঁতে পারে বলে আবহাওয়া দফতরের অনুমান </strong></p>
<p>বসন্তেই তীব্র দহনজ্বালা। কাল থেকে ঊর্ধ্বমুখী হবে পারদ। মঙ্গলবারের মধ্যে তাপমাত্রা ৩৪-৩৫ ডিগ্রি ছুঁতে পারে বলে আবহাওয়া দফতরের অনুমান। জেলায় তাপমাত্রা পৌঁছতে পারে ৩৮ ডিগ্রিতে। একদিকে দক্ষিণবঙ্গ গরমে পুড়বে, আরেক দিকে উত্তরবঙ্গে সোমবার পর্যন্ত বৃষ্টির পূর্বাভাস রয়েছে।</p>
Source link
শনিবার যাদবপুরে তুলকালাম, কী পদক্ষেপ পড়ুয়াদের?
