<p><strong>কলকাতা:</strong> ‘শিক্ষামন্ত্রীর গাড়ির ধাক্কায় আহত ছাত্র’,যাদবপুরকাণ্ডে ইতিমধ্যেই ৩ দিন পার। হাইকোর্টের তীব্র ভর্ৎসনা। বামেদের তত্ত্ব উড়িয়ে দিয়েছে শাসক নেতা দেবাংশুরা। বিতর্কের শেষ নেই। প্রকৃত কী ঘটেছিল, তা বোঝাতে, গতকয়েকদিনে সাংবাদিক সম্মেলন করে, তোলা হয়েছে ফ্রেমের পর ফ্রেম। অবশেষে ৪ দিনের মাথায়, গাড়ির চালক-সহ ব্রাত্য বসু, ওমপ্রকাশ মিশ্রের বিরুদ্ধে ইন্দ্রানুজের অভিযোগের ভিত্তিতে, যাদবপুর থানায় FIR দায়ের করা হয়েছে।</p>
<p>[yt]https://www.youtube.com/watch?v=kmX7REBtOm0[/yt]</p>
<p>আরও পড়ুন, <a title="RG কর-কাণ্ডে এবার চিকিৎসককে জিজ্ঞাসাবাদ CBI-র, সেমিনার রুমে ‘প্রথম’ অভয়ার মৃতদেহ দেখেছিলেন তিনিই !" href="https://bengali.abplive.com/district/rg-kar-case-cbi-interrogation-with-doctor-who-was-first-attend-victims-dead-body-1123265" target="_self">RG কর-কাণ্ডে এবার চিকিৎসককে জিজ্ঞাসাবাদ CBI-র, সেমিনার রুমে ‘প্রথম’ অভয়ার মৃতদেহ দেখেছিলেন তিনিই !</a></p>
<p> </p>
<p> </p>
Source link
যাদবপুরকাণ্ডে গাড়ির চালক-সহ ব্রাত্যর বিরুদ্ধে FIR ! ‘শিক্ষামন্ত্রীর গাড়ির ধাক্কায় আহত ছাত্র..
