<p><strong>কৃষ্ণেন্দু অধিকারী, অরিত্রিক ভট্টাচার্য ও সত্যজিৎ বৈদ্য, কলকাতা:</strong> ১ সপ্তাহের বেশি সময় ধরে চলছে অচলাবস্থা। এরমধ্য়েই বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে আলোচনায় বসার জন্য় সোমবারের ডেডলাইন বেঁধে দিয়েছেন যাদবপুরের বিশ্ববিদ্যালয়ের আন্দোলনকারী পড়ুয়ারা। </p>
<p>[yt]https://www.youtube.com/watch?v=BZcQ7cJunuw[/yt]</p>
<p>যাদবপুর বিশ্ববিদ্যালয়ের কলা বিভাগ SFI আহত পড়ুয়া ও সম্পাদক অভিনব বসু বলেন, ওঁরা যদি এসে আমাদের সঙ্গে আলাপচারিতায় এঙ্গেজ না করেন, ডায়লগে না যান, সেক্ষেত্রে আমরা অ্যাডমিন শাট ডাউন করতে বাধ্য হব। শেষমেশ এবার সমাধানসূত্র খুঁজতে সোমবার সবপক্ষকে নিয়ে বৈঠক ডাকল বিশ্ববিদ্য়ালয় কর্তৃপক্ষ। যাদবপুর বিশ্ববিদ্যালয় AIDSO নেতা সৌম্যকান্তি ভট্টাচার্য বলেন,কাল ভিসি ডেকেছেন সবপক্ষকে। দেখা যাক কী হয়। </p>
<p>যাদবপুর বিশ্ববিদ্য়ালয়ের রেজিস্ট্রারের তরফে ইমেলে বলা হয়েছে, উপাচার্যের নির্দেশে সোমবার বেলা সাড়ে ১১টায় বৈঠক ডাকা হয়েছে। বৈঠকে উপস্থিত থাকতে বলে এই ইমেল পাঠানো হয়েছে ।উপাচার্য, সহ উপাচার্য, আর্টস, সায়েন্স, ইঞ্জিনিয়ারিং ও ইন্টারডিসিপ্লিনারি স্টাডিজ বিভাগের প্রধানের পাশপাশি ডিন অফ স্টুডেন্টসকে। পড়ুয়াদের ইউনিয়নের তরফে ২ জন করে প্রতিনিধিকে উপস্থিত থাকতে বলা হয়েছে। আলোচনার মাধ্যমে সমাধানসূত্র খোঁজার দাবি এদিন শোনা যায় যাদবপুরকাণ্ডে আহত ইন্দ্রানুজের বাবার মুখেও। <br /> <br />যাদবপুরকাণ্ডে আহত ইন্দ্রানুজের বাবা অমিত রায় বলেন, ‘আমি উদ্বিগ্ন অনেক বেশি যে, বিশ্ববিদ্যালয়ের পড়াশোনা, বিশ্ববিদ্যালয়ের স্বাভাবিক অবস্থা, ছেলেমেয়েগুলো, বাচ্চা বাচ্চা ছেলেমেয়েগুলো, তাদের সঙ্গে কেউ আলাপ-আলোচনা করছে না। আলোচনার দরজা খুলছে না। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি আছেন। বিশ্ববিদ্যালয়ে দ্বিতীয় কোনও ব্যক্তি নেই, যে ছাত্র-ছাত্রীদের সঙ্গে আলাপ-আলোচনা করবে। এই জায়গাটা স্বাভাবিক না হলে…অস্থির অবস্থায় যদি চলে যায় ছাত্র-ছাত্রীরা, তাহলে ক্ষতি হবে।’ </p>
<p> ঘটনার দিন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু ক্যাম্পাস থেকে বেরিয়ে যাওয়ার পর বিক্ষোভের মুখে পড়েন যাদবপুর বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক ওমপ্রকাশ মিশ্র। এফআইআরেও তাঁর নাম রয়েছে। রবিবার তিনি জানান, সোমবার বিশ্ববিদ্য়ালয়ে যাবেন তিনি। এদিকে, রবিবারই হাসপাতাল থেকে ছাড়া পেলেন যাদবপুরের অন্তর্বর্তী উপাচার্য ভাস্কর গুপ্ত।তবে, এখনই ক্যাম্পাসে যাচ্ছেন না তিনি। যাদবপুর বিশ্ববিদ্যালয় ভারপ্রাপ্ত উপাচার্যের স্ত্রী কেয়া গুপ্ত বলেন, ১৫ দিন বেডরেস্ট বলেছে…১৫ দিন বেডরেস্ট বলেছে। এবার দেখা যাক, তারপরে আবার ডাক্তার ৭ দিন পরে দেখবেন, দেখে ওঁর কী হয়…।</p>
<p>আরও পড়ুন, <a title="ভারতের জয়ে পাকিস্তান ‘টানলেন’ শুভেন্দু ! পোস্টে শুধুই …" href="https://bengali.abplive.com/sports/icc-champions-trophy-2025-bjp-leader-suvendu-adhikari-congratulates-team-india-1124075" target="_self">ভারতের জয়ে পাকিস্তান ‘টানলেন’ শুভেন্দু ! পোস্টে শুধুই …</a></p>
<p>চিকিৎসক অরিন্দম বিশ্বাস বলেন, রক্তচাপ বৃদ্ধি হচ্ছিল, চড়াই-উতরাই হচ্ছিল, সেটা দুই দিন ধরে স্থিতিশীল ছিল, সেই কারণেই সিদ্ধান্ত নিলাম, এখন বাড়ি যান, ছুটি দেওয়া যাবে, সেইরকম অবস্থায় আছেন। বাড়িতে গিয়ে ১৫ দিন বিশ্রাম, পূর্ণ বিশ্রাম, সম্পূর্ণভাবে বিশ্রাম নিতে হবে। যেখানে কোনও উত্তেজনা হতে পারে, সেই জায়গা থেকে যেন উনি বিরত থাকেন। অর্থাৎ আলোচনা, ছাত্রদের সঙ্গে মিটিং কোনও স্লোগান এইসব জায়গা থেকে যেন উনি দূরে থাকেন। </p>
Source link
সোমবার কাটবে জট? সমাধানসূত্র খুঁজতে আজ সবপক্ষকে নিয়ে বৈঠকে ডাক বিশ্ববিদ্য়ালয় কর্তৃপক্ষের

+ There are no comments
Add yours