NOW READING:
অবশেষে টনক নড়ল পুলিশের,৩ ছাত্রকে জিজ্ঞাসাবাদ, ওয়েবকুপার ১ সদস্যেরও বয়ান রেকর্ড
March 8, 2025

অবশেষে টনক নড়ল পুলিশের,৩ ছাত্রকে জিজ্ঞাসাবাদ, ওয়েবকুপার ১ সদস্যেরও বয়ান রেকর্ড

অবশেষে টনক নড়ল পুলিশের,৩ ছাত্রকে জিজ্ঞাসাবাদ, ওয়েবকুপার ১ সদস্যেরও বয়ান রেকর্ড
Listen to this article



<p>ABP Ananda Live: যাদবপুরকাণ্ডে হাইকোর্টের ভর্ৎসনার পর টনক নড়ল পুলিশের। ইন্দ্রানুজের অভিযোগের তদন্তে তৎপর পুলিশ। ৩ ছাত্রকে জিজ্ঞাসাবাদ, ওয়েবকুপার ১ সদস্যেরও বয়ান রেকর্ড। উপাচার্যের সঙ্গেও কথা।</p>
<p>&nbsp;</p>
<p>রাজ্যে স্বাস্থ্য পরিষেবা নিয়ে যখন হাজার প্রশ্ন, তখনই পুরুলিয়া জেলায় স্বাস্থ্য দফতরের নিয়োগের ভুয়ো নিয়োগপত্র সামনে এল। হোয়াটসঅ্যাপে নিয়োগের ভুয়ো নির্দেশ ঘিরে চাঞ্চল্য তৈরি হল পুরুলিয়ার দেবেন মাহাতো মেডিক্যাল কলেজ হাসপাতালে। সেখানে ‘রাতের সাথী ভলান্টিয়ার’ হিসেবে ১৩ জনকে চাকরিতে যোগ দেওয়ার ভুয়ো নথি আসে সুপারের হোয়াটসঅ্যাপে। পরে তিনি CMOH-এর সঙ্গে যোগাযোগ করায় গোটা বিষয়টি সামনে আসে। কে বা কারা এই ভুয়ো নথি পাঠিয়েছিল, তা খতিয়ে দেখছে পুলিশ ও সাইবার ক্রাইম বিভাগের আধিকারিকরা।&nbsp;</p>
<p>ভুয়ো নিয়োগপত্র এর সুপারিশ সংক্রান্ত একটি চিঠি তাকে দেওয়া হয়েছে এমনই অভিযোগ নিয়ে পুলিশের দ্বারস্থ হলেন খোদ জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক। যদিও ভুয়ো ওই নিয়োগপত্র দেওয়ার নির্দেশিকায় লেখা রয়েছে নিম্ন লিখিত ১৩ জনকে পুরুলিয়া মেডিক্যাল কলেজে রাতের সাথী প্রকল্পের স্বেচ্ছাসেবক হিসেবে নিয়োগ করা হয়েছে। এবং ওই প্যাডে লেখা রয়েছে পশ্চিমবঙ্গ সরকার জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক কার্যালয়। নিচে জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক এর সই ও স্ট্যাম্প রয়েছ।&nbsp;</p>



Source link