<p>ABP Ananda Live: হাসপাতালে চিকিৎসাধীন যাদবপুর বিশ্ববিদ্যালয়ের জখম ছাত্র ইন্দ্রানুজ রায়ের বাবা অমিত রায়কে ফোন করলেন শিক্ষামন্ত্রী। তিনি দুঃখপ্রকাশ করেছেন বলে জানিয়েছেন ইন্দ্রানুজের মা-বাবা। কিন্তু, <br />যে মামলাগুলো পুলিশ দায়ের করেছে তার কী হবে? এই নিয়ে এদিন ইঙ্গিতপূর্ণ মন্তব্য় করেছেন আহত ইন্দ্রানুজের বাবা। তিনি বলেন, যে যে মিথ্য়ে অভিযোগগুলো ওদের বিরুদ্ধে আনা হয়েছে, সেইগুলো সম্পর্কে ওদের পরবর্তী পদক্ষেপ কী তার মধ্য়ে দিয়েই প্রমাণিত হবে যে সত্যি সত্যিই ওঁরা অনুতপ্ত কিনা।</p>
<p> </p>
<p>স্কুটার-তত্ত্বের পর এবার আঘাত নিয়ে প্রশ্ন। যাদবপুরে গাড়ি চাপা পড়ে, ছাত্রের আহত হওয়ার অভিযোগ খারিজ করতে, ফের ময়দানে নামল তৃণমূল। যদিও, আঘাত নিয়ে তাদের তোলা প্রশ্ন সরাসরি খারিজ করে দিয়েছেন আহত ছাত্রের মা। হাসপাতালের বেডে শুয়ে, সেদিনের ঘটনা নিয়ে মুখ খুলেছেন যাদবপুরের আহত ছাত্র ইন্দ্রানুজও।</p>
<p>তৃণমূল কংগ্রেসের আইটি সেলের প্রধান দেবাংশু ভট্টাচার্য বলেছিলেন, চোখের ওপর থেকে টায়ার চলে গেলে, মাথা তো থেঁতো হয়ে যাওয়ার কথা। কিন্তু, শুধু চোখে চোট লেগেছে। আহত ছাত্র ইন্দ্রানুজ রায়ের মা বর্ণালী রায় বসু বলেছিলেন, ওটা গাড়ির খুব ভারী ধাক্কায় থেঁতলে গেছে। যাদবপুর বিশ্ববিদ্য়ালয়ে, শিক্ষামন্ত্রীর গাড়িতে পিষ্ট হয়ে, ছাত্রের আহত হওয়ার অভিযোগ উঠেছে!চোখে আঘাত নিয়ে হাসপাতালে ভর্তি ইংরেজি অনার্সের প্রথম বর্ষের ছাত্র ইন্দ্রানুজ রায়। এই পরিস্থিতিতে আহত ছাত্রের পরিবারকে ফোন করে দুঃখপ্রকাশ করেছেন শিক্ষামন্ত্রী ব্রাত্য় বসু। </p>
Source link
অন্য কিছু নয়, শিক্ষামন্ত্রীর গাড়িতেই পিষ্ট। দেবাংশুর তত্ত্ব খারিজ ইন্দ্রানুজের।

+ There are no comments
Add yours