<p>ABP Ananda Live: ওয়েবকুপা-SFI সংঘাতে উত্তপ্ত যাদবপুর ক্যাম্পাস। ওয়েবকুপার বিরুদ্ধে। WBCUPA-বামপন্থী ছাত্র সংগঠনের সংঘর্ষে রণক্ষেত্র যাদবপুর বিশ্ববিদ্যালয়। শিক্ষামন্ত্রীকে ঘিরে বিক্ষোভ, গাড়ি ভাঙচুর, ধেয়ে এল জুতো! যাদবপুর বিশ্ববিদ্যালয়েই আক্রান্ত ব্রাত্য, গেলেন এসএসকেএমে। দফায় দফায় সংঘর্ষ, তৃণমূলপন্থী কর্মী সংগঠনের অফিসে আগুন! ওয়েবকুপার সঙ্গে বামপন্থী ছাত্র সংগঠনের সংঘাত, স্লোগান-পাল্টা স্লোগান ।<br />একদিকে বামপন্থী ছাত্র সংগঠনের বিক্ষোভ, অন্য পথে ক্যাম্পাসে শিক্ষামন্ত্রী । অন্য পথে ক্যাম্পাসে ঢুকেও বেরোনোর সময় আক্রান্ত শিক্ষামন্ত্রী। ছাত্র সংসদের নির্বাচনের দাবিতে বামপন্থী ছাত্র সংগঠনের বিক্ষোভ।</p>
<p> তৃণমূলের অধ্যাপক সংগঠনের বৈঠক ঘিরে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ধুন্ধুমার। এক্স হ্যান্ডল পোস্টে নিন্দায় সরব কুণাল ঘোষ। ‘অধ্যাপক প্রদীপ্ত মুখোপাধ্যায়ের সঙ্গে যাদবপুরে অসভ্যতা। যারা অসভ্যতা করল, তাদের চিহ্নিত করে রাখা দরকার। তৃণমূলের সৌজন্য মানে দুর্বলতা নয়। গায়ে হাত দেবে কেন? সীমা পার করলে উপযুক্ত জবাব দেওয়া উচিত’, এক্স হ্যান্ডল পোস্টে সরব কুণাল ঘোষ।</p>
Source link
ওয়েবকুপা-SFI সংঘাতে উত্তপ্ত যাদবপুর ক্যাম্পাস,ওয়েবকুপার বিরুদ্ধে পাল্টা মারধরের অভিযোগ

+ There are no comments
Add yours