NOW READING:
Jabab Chay Bangla | ‘ হাসপাতালে কর্তব্যরত চিকিৎসককে ধর্ষণ করে খুন এটা বিরলতম ঘটনা’: ফিরদৌস শামিম
September 27, 2024

Jabab Chay Bangla | ‘ হাসপাতালে কর্তব্যরত চিকিৎসককে ধর্ষণ করে খুন এটা বিরলতম ঘটনা’: ফিরদৌস শামিম

Jabab Chay Bangla | ‘ হাসপাতালে কর্তব্যরত চিকিৎসককে ধর্ষণ করে খুন এটা বিরলতম ঘটনা’: ফিরদৌস শামিম
Listen to this article



Jabab Chay Bangla | ‘ হাসপাতালে কর্তব্যরত চিকিৎসককে ধর্ষণ করে খুন এটা …

source

33 Comments
    @SGhosh1967

    তিলোত্তমা সঠিক বিচার হলে সন্দীপ ঘোষ সহ কম করে দশ জনের ফাঁসি অনিবার্য।। জয় মা ভবানি।।

    @papribanerjee5582

    বিড়ালের গলায় ঘন্টা বাঁধবে কে?? কি অসহায় আমরা সাধারণ মানুষ রা…. শুধু সহ্য করে যাও…. আর কত!!

    @manikpiswas9548

    জেগে ঘুমালে কি করে কেউ টের পাবে সন্দীপ ঘোষের কুকীর্তি গুলো

    @pd21575

    এহেন সন্দীপ ঘোষ যিনি নাকি এমনই দোষে দুষ্ট যে তার মৃত্যুদণ্ডও অবধি হতে পারে… এনার দুষ্কর্ম সম্বন্ধে ভুরি ভুরি অভিযোগ স্বাস্থ্য ভবনে জমা পড়েছে। কিন্তু স্বাস্থ্য ভবনের যে কর্তারা তার দুষ্কর্মের কথা জেনেও চুপ করে থেকেছেন এবং প্রশ্রয় দিয়ে গেছেন তাদেরও দৃষ্টান্তমূলক শাস্তি অবশ্যই হওয়া উচিত, অন্তত যাবজ্জীবন কারাদণ্ড তো অবশ্যই হওয়া উচিত।

    @PolashDev-q2t

    কলকাতা হিন্দু কত বোকা সেকুলারিজম হলে মুসলিম কে মেয়র করে,,কলকাতা কী তাহলে মুসলিম প্রধান এলাকা প্রশ্ন থাকল

    @PolashDev-q2t

    ভারতের মুসলিম শেষ করো নাহলে মুসলিম আরো ভারত ভাগ করবে মুসলিম দের নমিনেশন দেওয়া বন্ধ করে দাও।

    @sarbanidas2462

    সবথেকে নক্কারজনক ঘটনা অভয়া মেয়েটি গোটা হাসপাতালে র দুর্নীতি নিয়ে মুখ খোলায় তাকে নৃশংসভাবে খুন করা হয়েছে পরিকল্পিত ভাবে ডন মাফিয়া সন্দ্বীপ ঘোষ ও তার হার্মাদ বাহিনী র নেতৃত্বে।

    @Irailway1970

    বাংলার সমস্ত জনগন বুঝতে পেরেছেন দোষী কারা অথচ সি, বি, আই ও আদালত প্রমাণ খুঁজে বেড়াচ্ছেন। ব্যাপারটা ঠিক বোধগম্য হলো না। এটা যে একটা পরিকল্পিত প্রাতিষ্ঠানিক খুন তা জলের মতো পরিস্কার।অথচ এই ঘটনা ঘটে যাওয়ার পর থেকে শবদাহ পর্যন্ত যিনি পরিচালনা করেছেন (নিজেই মুখেই স্বীকার) এবং মৃত্যুর পর যে সব ব্যক্তিদের দ্বারা (এফআইআর এর কারচুপি, সন্ধ্যা 6 টার পর ময়না তদন্ত, ঘটনাস্থলে লোকের সমাগম, নিম্নমানের ভিডিওগ্রাফি, সর্বোপরি সাত তাড়াতাড়ি দাহ কার্য সম্পাদন) সংগঠিত হয়েছে তাদের প্রত্যেকের বিরুদ্ধে মামলা করা উচিত।

Leave a Reply