আয়কর রিটার্ন জমা দিতে পারেননি ? এই দিন পর্যন্ত বাড়ল সময়

Estimated read time 1 min read
Listen to this article


 

Income Tax : রিভাইজড আয়কর রিটার্ন (ITR Filing) এখনও জমা দিতে না পারলে আপনাদের জন্য় স্বস্তির খবর দিল সরকার। এই আয়কর রিটার্ন (Income Tax) জমার সময়সীমা আরও বাড়িয়ে দিল সেন্ট্রাল বোর্ড অফ ডিরেক্ট ট্যাক্সেস (CBDT)। মনে রাখবেন , এটি কেবল ব্যক্তিগত আয়কর রিটার্ন জমা করার ক্ষেত্রেই প্রযোজ্য। 

কত তারিখ পর্যন্ত বাড়ানো হয়েছে এই সময়সীমা
২০২৪-২৫ অর্থবর্ষে যারা আয়কর জমা দিতে দেরি করেছে বা যারা সময়ের মধ্যে রিভাইজড আয়কর জমা দিতে পারেনি, তাদের জন্য়ই এই সুবিধা দিচ্ছে কেন্দ্রীয় আয়কর বোর্ড। আগামী ১৫ জানুয়ারি পর্যন্ত এই সময়সীমা বাড়ানো হয়েছে । আগে ৩১ ডিসেম্বরের মধ্য়ে এই রিভাইজড আয়কর জমা রতারিখ রাখা হয়েছিল। যা এবার বাড়ানো হল।

এটাই শেষ সুযোগ
নির্দেশিকা জারি অর্থ মন্ত্রক জানিয়েছে , আয়কর আইনের ১১৯ ধারার আওতায় ক্ষমতা প্রয়োগ করতে পারে কেন্দ্রীয় প্রত্যক্ষ কর বোর্ড (CBDT)। ১৯৬১ সালের এই আইনের ১৩৯ ধারার উপ-ধারা (৪) এ বলা হয়েছে, বিলম্বিত আয়ের রিটার্ন জমার শেষ তারিখ বাড়ানো হয়েছে। ৩১ ডিসেম্বর ২০২৪ থেকে ১৫ জানুয়ারি ২০২৫ পর্যন্ত এই সময়সীমা পাবেন আয়করদাতারা।

কত টাকা জরিমানা দিতে হবে
সিবিডিটি জানিয়েছে, এটাই রিভাইজড আয়কর জমা দেওয়ার শেষ তারিখ। তাই এই বর্ধিত সময়সীমাকে কাজে লাগান। এই ক্ষেত্রে জরিমানা হিসাবে আপনাকে ৫০০০ টাকা দিতে হবে। তবে যাদের বার্ষিক আয় ৫ হাজার টাকার কম সেই সামগ্রিক আয়ের করদাতাদের জন্য এই পরিমাণ ১০০০ টাকা রাখা হয়েছে।

এই রিভাইজড আয়কর জমার বিষয়টা কী 
অডিট করতে হয় না এরকম বেতনভুক ব্যক্তি ও অন্যান্য করদাতাদের ITR ফাইল করার সময়সীমা ৩১ জুলাই, ২০২৪ পর্যন্ত রাখা হয়েছিল। এই ক্ষেত্রে আপনি আপনার রিটার্ন জমা দেওয়ার পরে ফাইলিংয়ে কোনও ত্রুটি খুঁজে পেলে নির্ধারিত টাইমলাইনে একটি সংশোধিত রিটার্ন জমা দিতে পারেন। বর্তমান সেই সীমা ৩১ ডিসেম্বর ২০২৪ থেকে ১৫ জানুয়ারি ২০২৫ পর্যন্ত বাড়ানো হয়েছে।

দেরিতে আয়কর রিটার্ন জমার বিষয়টি একজন ব্যক্তিকে ITR জমা দেওয়ার অনুমতি দেয়। যদি তারা ৩১ জুলাই সময়সীমা মিস করে যান তবে এই সুযোগ দেওয়া হয়। এটি মূল্যায়ন বছরের শেষ হওয়ার তিন মাস আগে পর্যন্ত ফাইল করা যেতে পারে। তাই আপনি যদি ৩১ জুলাই ২০২৪ এর মধ্যে ২০২৩-২৪ অর্থবর্ষের (FY24) ITR জমা দিতে মিস করেন, তাহলে আপনি ৩১ ডিসেম্বর, ২০২৪ পর্যন্ত বিলম্বিত রিটার্ন শেয়ার করতে পারেন। এখন একই সময়সীমা ১৫ জানুয়ারি ২০২৫ পর্যন্ত প্রযোজ্য।

আরও পড়ুন : Insurance Policy: ৪৫ পয়সায় ১০ লাখের বিমা কভারেজ, দেশের সবচেয়ে সস্তা ইনস্যুরেন্স পলিসি

আরও দেখুন



Source link

JagoronBarta http://www.jagoronbarta.com

জাগরণ বার্তা হল একটি অগ্রণী অনলাইন সংবাদ পোর্টাল যা পশ্চিমবঙ্গের মানুষের কাছে নিরপেক্ষ, সঠিক এবং সময়োপযোগী সংবাদ পৌঁছে দেওয়ার জন্য নিবেদিত। আমরা এমন একটি প্ল্যাটফর্ম সরবরাহ করতে প্রতিশ্রুতিবদ্ধ যা বাংলার প্রকৃত কণ্ঠস্বরকে প্রতিফলিত করে এবং স্বাধীন সাংবাদিকতার গুরুত্বকে তুলে ধরে।

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours