জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: লেবাননের পূর্বাঞ্চলে ইজরায়েলি বিমান হামলায় ছ’জন নিহত ও দু’জন আহত হয়েছেন। ইজরায়েল আর হিজবুল্লাহর মধ্যে যুদ্ধবিরতি চলছে আর তার মধ্যেই এই হামলার ঘটনা ঘটল। গতকাল শনিবার লেবাননের পূর্বাঞ্চলের বেক্কা অঞ্চলের জেন্নাতা শহরের কাছে শারা এলাকা লক্ষ্য করে ইজরায়েলি ড্রোন হামলার ঘটনাটি ঘটে।
আরও পড়ুন: Horoscope Today: মেষের সিদ্ধি, বৃষের ইতিবাচকতা, মিথুনের সক্রিয়তা! জেনে নিন, কেমন কাটবে আপনার দিন…
ইজরায়েলি সামরিক বাহিনী এক বিবৃতিতে জানায়, হিজবুল্লাহর কৌশলগত অস্ত্রের উৎপাদন ও সংরক্ষণাগারকেই এই হামলার লক্ষ্যবস্তু করা হয়েছে। ওই বিবৃতিতে আরও বলা হয়েছে, ওই লক্ষ্যবস্তুতে যে ধরনের কর্মকাণ্ড চলছিল, তা ইজরায়েল আর লেবাননের মধ্যকার চলতি সমঝোতার স্পষ্ট লঙ্ঘন।
দুই পক্ষের মধ্যে গত ২৭ নভেম্বর যুদ্ধবিরতি চুক্তি স্বাক্ষর হয়েছিল। এই চুক্তির মাধ্যমে ইজরায়েল ও লেবাননের হিজবুল্লাহর মধ্যে সংঘাত বন্ধ হয়। কিন্তু, ঘটনা হল, চুক্তি কার্যকর হওয়ার পরেও চুক্তি লঙ্ঘন করেই বিভিন্ন সময় লেবাননে হামলা চালিয়েছে ইজরায়েল বাহিনী। ইজরায়েল বারবার দাবি করে এসেছে, তারা লেবাননে হিজবুল্লার ঘাঁটিগুলিতে হামলা চালাচ্ছে।
লেবাননের পূর্বাঞ্চলের বেক্কা উপত্যকায় বেশ কয়েকটি হামলা চালিয়েছে ইজরায়েল। লেবাননের ওই এলাকায় হিজবুল্লাহর শক্তিশালী ঘাঁটি রয়েছে। ৩১ জানুয়ারি লেবানন-সিরিয়া সীমান্তে ইজরায়েলি হামলায় অন্তত দুজন নিহত হওয়ার খবর পাওয়া যায়। ইজরায়েলি বাহিনীর দাবি, তারা হিজবুল্লাহর ঘাঁটিগুলিতে হামলা চালিয়েছে।
আরও পড়ুন: Cyclone Alert: রবিভোর থেকেই ভয়াবহ ঝড়ের থাবা? আগামী দু’দিনের বিপর্যয়ের শঙ্কায় কাঁপছে উপকূল…
যুদ্ধবিরতি চুক্তির শর্ত মেনে হিজবুল্লা-নিয়ন্ত্রিত লেবাননের দক্ষিণাঞ্চলে রাষ্ট্রসংঘের শান্তিরক্ষী বাহিনীর পাশাপাশি লেবাননের সেনাবাহিনীও মোতায়েন করা হয়েছে।
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)