জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: পহেলগাঁওয়ে জঙ্গি হামলার পর রণংদেহী মেজাজে ভারত। এতটা কড়া অবস্থান নিয়েছে নয়াদিল্লি যে, পাকিস্তানের সঙ্গে যুদ্ধে লেগে যেতে পারে বলে মনে করা হচ্ছে। ‘আমরা ভারতের পাশে আছি’, সাফ জানিয়ে দিল ইজরায়েল।
আরও পড়ুন: Indian Embassy in Islamabad: ভয়ংকর! ইসলামাবাদে আক্রান্ত ভারতীয় দূতাবাস, চলছে তাণ্ডব…
কাশ্মীরে গণহত্যা। পহেলগাঁওয়ে নিরস্ত্র ২৬ পর্যটককে গুলিতে ঝাঁঝরা করে দিয়েছে জঙ্গিরা। আজ, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে সঙ্গে কথা বলেন ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানেইয়াহু। মৃতের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন তিনি। পাকিস্তানে যুদ্ধে ইজরায়েলকে যে ভারতের পাশে থাকবে, তা এবার স্পষ্ট করে দিল সেদেশের বিদেশ মন্ত্রক।
ইজরায়েলের বিদেশ মন্ত্রকের বিবৃতিতে উল্লেখ, ‘আমরা ভারতের পাশে আছি। এটি আমাদের নৈতিক অবস্থান। বন্ধু এভাবেই বন্ধুর পাশে থাকে’। বলা হয়েছে, ‘আমরা মনে করি যে, ইসরায়েলের মাটিতে যে হামলা ঘটেছিল তার সঙ্গে এই হামলার অনেকটা মিল রয়েছে। পরিস্থিতি হয়তো ভিন্ন, কিন্তু হত্যাযজ্ঞ একই। ভারতের মতো, আমরাও সন্ত্রাসবাদের শিকার। নির্দোষ অসামরিক নাগরিকদের উপর জিহাদি উগ্রবাদী মানসিকতার সন্ত্রাসী আক্রমণ কেমন তা আমরা গভীরভাবে বুঝি। ভারত আমাদের বন্ধু। এই সম্পর্কটি গুরুত্বপূর্ণ। আমরা জানি যখন উগ্র সন্ত্রাসীরা আপনার মানুষকে লক্ষ্য করে, তখন কী অনুভব হয়। ইসরায়েল ভারতের পাশে ছিল এবং ভবিষ্যতেও থাকবে’।
‘মিনি সুইজ়ারল্যান্ড’। চারিদিকে পাহাড় ও সবুজ। পর্যটকদের কাছে অত্যন্ত জনপ্রিয় পহেলগাঁওয়ের বৈসরন উপত্যকা। বসন্ত ও গ্রীষ্মকালে পর্যটকদের ভিড়ে রীতিমতো গমগম করে গোটা এলাকা। ব্যতিক্রম ছিল না এবছরও। ছবির মতো সুন্দর সেই বৈসরন উপত্যকা এখন যেন মৃত্যুপুরী! ঘড়িতে তখন ৩টে। মঙ্গলবার দুপুরে সেনা আধিকারিক সেজে বৈসরন উপত্যকা হামলা চালায় জঙ্গিরা। প্রাণ হারান ২৬ জন পর্যটক। যাঁদের মধ্য়ে ৩ জন বাংলার।
আরও পড়ুন: Pahalgam Terror Attack: যুদ্ধের পথে পাকিস্তান? সিমলা চুক্তি না মেনে ভারতের জন্য আকাশপথ বন্ধ…
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)