জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: বাবা ভাঙ্গা তাঁর এক পূর্বাভাসে বলেছিলেন, ইউরোপ মুসলিমের (islam surges) হস্তগত হবে। বিষয়টিকে হয়তো অনেকেই নেহাত একটা আলগা ব্যাপার বলে মনে করেছিলেন। কিন্তু, বিষয়টি ক্রমশ সিরিয়াস হয়ে পড়েছে। কেননা, জানা গিয়েছে, বিশ্ব জুড়ে গত ১০ বছরে মুসলমানদের সংখ্যা অন্য সব ধর্মের সম্মিলিত বৃদ্ধির চেয়েও বেশি বৃদ্ধি পেয়েছে (Islam Fastest Growing In World)। ফলে ইসলাম এখন বিশ্বের সবচেয়ে দ্রুত বর্ধনশীল ধর্ম। মার্কিন যুক্তরাষ্ট্রের পিউ রিসার্চ সেন্টারের (Pew Research Center Report) নতুন এক গবষেণায় এই তথ্য উঠে এসেছে। ২০১০ থেকে ২০২০ সাল– এই এক দশকের উপর এ গবেষণাটি চালানো হয়েছে।
আরও পড়ু: Meghalaya Missing Couple: সোনমের সিগন্যালে ভয়ংকর ধারাল অস্ত্র নিয়ে বিশাল ঝাঁপিয়ে পড়ে রাজার উপর! হানিমুন-মার্ডারের বীভৎস কয়েক ঘণ্টা…
আরও পড়ু: Digha Jagannath Temple: ১ কোটি ৩৫ লক্ষ বাড়িতে জগন্নাথের মহাপ্রসাদের জন্য কলকাতা থেকে দীঘায় পৌঁছল ৩০০ কেজি ক্ষীর! কবে পাবেন প্রসাদ?
‘গ্লোবাল রিলিজিয়াস ল্যান্ডস্কেপ’
গত সোমবার পিউ রিসার্চের ‘গ্লোবাল রিলিজিয়াস ল্যান্ডস্কেপ’ শীর্ষক এই গবেষণায় বলা হয়েছে, ইসলাম ধর্মে এই বৃদ্ধি মূলত প্রাকৃতিক জনসংখ্যা বৃদ্ধির ফল। গবেষণায় আরও বলা হয়েছে, বিশ্বব্যাপী মুসলিম জনসংখ্যা বৃদ্ধির পিছনে কিন্তু ধর্মান্তরের ভূমিকা খুবই সামান্য। গবেষণায় বলা হয়েছে, মুসলিমদের সন্তানের সংখ্যা অন্য সব বড় ধর্মের অনুসারীদের তুলনায় বেশি এবং মুসলিমরা তুলনামূলকভাবে কমবয়সি হন। ২০১৫ থেকে ২০২০ সালের তথ্য বিশ্লেষণ করে গবেষণায় উল্লেখ করা হয়েছে, গড়ে একজন মুসলিম নারী তাঁর জীবনে ২.৯টি সন্তান জন্ম দেন। যেখানে একজন অমুসলিম নারীর গড় সন্তান সংখ্যা ২.২।
বিশ্বের ধর্মীয় অনুপাত
গবেষণায় ২০১০ থেকে ২০২০ সাল– এই ১০ বছরের মধ্যে বিশ্বের ধর্মীয় অনুপাতে কী পরিবর্তন এসেছে, তা-ও বিশ্লেষণ করা হয়েছে এই রিপোর্টে। গবেষণায় দাবি করা হয়েছে, খ্রিস্টধর্ম এখনও বিশ্বের সবচেয়ে বড় ধর্মই আছে। বিশ্বের মোট প্রায় ২৩০ কোটি মানুষ এ ধর্মের অনুসারী। তবে ইসলাম ও খ্রিস্টধর্মের মধ্যে ব্যবধান প্রতিদিনই কমছে। গবেষণা বলছে, ২০১০ সালের পর থেকে বিশ্বে খ্রিস্টান জনসংখ্যা প্রায় ১.৮ শতাংশ কমেছে। বিশ্ব জুড়ে মুসলিম সম্প্রদায়ের মানুষের সংখ্যা সবচেয়ে বেশি বেড়েছে মূলত মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশগুলিতেই।
কাজাখস্তান, লেবানন এবং
ইসলাম ধর্মের সবচেয়ে বড় বৃদ্ধি দেখা গিয়েছে কাজাখস্তান, বেনিন ও লেবাননে। অন্য দিকে ওমান ও তানজানিয়ায় মুসলিমদের অনুপাত দেখতে গেলে কমেছে। মার্কিন যুক্তরাষ্ট্রে কোনো ধর্মের সঙ্গে সম্পর্ক নেই– এমন মানুষের সংখ্যা ২০১০ সালের তুলনায় ৯৭ শতাংশ বেড়েছে। বিশ্বে সবচেয়ে বেশি ধর্মহীন মানুষ বাস করেন চিনে। সেখানে প্রায় ১৩০ কোটি মানুষ কোনো ধর্মের সঙ্গে যুক্ত নন।
পিউ রিসার্চের বিশ্লেষণ
পিউ রিসার্চের বিশ্লেষণে দেখা গিয়েছে, এখনও ৬০ শতাংশ দেশ ও অঞ্চলে খ্রিস্টধর্মের অনুসারীরাই সংখ্যাগরিষ্ঠ। তবে খ্রিস্টধর্মের অনুসারীর সংখ্যা ৪০টি দেশে অন্তত ৫ শতাংশ করে কমেছে এবং মাত্র একটি দেশে উল্লেখযোগ্য হারে বেড়েছে। পিউ গবেষণা সংস্থা এই কমার একটি কারণ দেখিয়েছে। তারা বলছে, অনেকই খ্রিস্টধর্ম ত্যাগ করছেন। ইসলামই একমাত্র ধর্ম, যেখানে যারা ধর্মান্তরিত হয়ে ইসলাম গ্রহণ করেছেন, তাঁদের সংখ্যা ধর্মত্যাগী ব্যক্তিদের চেয়ে বেশি। ইসলাম এখন বিশ্বের দ্বিতীয় বৃহত্তম ধর্ম। প্রায় ২০০ কোটি মানুষ এই ধর্মের অনুসারী। ২০১০ সাল থেকে ইসলাম ধর্মে প্রায় ৩৫ কোটি নতুন মানুষ বৃদ্ধি পেয়েছে।
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)