# Tags
#Blog

ISL Derby: ১১ জানুয়ারি হচ্ছে না আইএসএল ডার্বি!

ISL Derby: ১১ জানুয়ারি হচ্ছে না আইএসএল ডার্বি!
Listen to this article


জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: যুবভারতীতে কি  ১১ জানুয়ারি আইএসএলের ফিরতি ডার্বি হবে? বল এখন আয়োজকদের কোর্টে। ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস জানিয়ে দিলেন, গঙ্গাসাগর মেলার কারণে ওই ম্যাচের জন্য পুলিশি নিরাপত্তা দেওয়া সম্ভব নয়।

আরও পড়ুন: EXPLAINED | ICC WTC Final: ভারতের চূড়ান্ত ভরাডুবি, আদৌ কি আর আশা আছে টেস্ট বিশ্বযুদ্ধের ফাইনাল খেলার?

ঘটনাটি ঠিক কী? আর বেশি দেরি নেই। আগামী ৮ জানুয়ারি থেকে ১৭ জানুয়ারি পর্যন্ত চলবে গঙ্গাসাগর মেলা। সেই মেলার উপক্ষে মোতায়েন থাকবে প্রচুর পুলিস। তারউপর মুর্শিদাবাদ ও ক্যানিংয়ে ধরা পড়েছে জঙ্গি। ফলে গঙ্গাসাগরে এবার নিরাপত্তা আরও আঁটসাট করা হয়েছে। এখনও পর্যন্ত যা খবর, মোতায়েন থাকবে ১৩ হাজার পুলিস।

এদিকে গঙ্গাসাগর মেলার মাঝেই ১১ জানুয়ারি আবার যুবভারতীতে আইএসএলের ডার্বি। সাধারণত ডার্বি আয়োজন করতে ১২০০ থেকে ১৫০০ পুলিশ লাগে। ৬০ হাজারেরও বেশি দর্শক আসেন ম্যাচ দেখতে। ক্রীড়ামন্ত্রী বলেন, ২৫ দিন আগেই ডার্বর আয়োজন মোহনবাগানকে নিরাপত্তা দিকটি জানিয়ে দেওয়া হয়েছে। দিন দুয়েক আগে বিধাননগর পুলিশ কমিশনারেটের তরফেও ডার্বিতে পুলিশি নিরাপত্তা দেওয়া যাবে না জানিয়ে চিঠি দেওয়া হয়েছে।

এর আগেও, চলতি বছরে দুটি ডার্বি নিয়ে জটিলতা তৈরি হয়েছিল। গত ১০ মার্চ আইএসএলের ডার্বির দিনেই ছিল তৃণমূল কংগ্রেসের ব্রিগেড। । বিস্তর টালবাহানার পর ম্যাচের সময় এক ঘণ্টা পিছিয়ে দেওয়া হয়। এরপর অগাস্টে আরজিকর আন্দোলনের কারণে ডার্বি শেষপর্যন্ত বাতিলই হয়ে যায়। 

আরও পড়ুন: PIC | Nitish Reddy’s Father: ছেলে দেশের মুখ উজ্জ্বল করেছে, বাবা নতজানু হয়ে অঝোরে কাঁদলেন গাভাসকরের সামনে…

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)





Source link

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

Review Your Cart
0
Add Coupon Code
Subtotal