জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: ইন্ডিয়ান সুপার লিগের (ISL 2024-25) সৌজন্যে মোহনবাগান সুপার জায়েন্ট বনাম মুম্বই সিটি এফসি-র ( Mohun Bagan vs Mumbai City FC) ম্যাচ পেয়েছে ভারতীয় ফুটবলের ‘বিগেস্ট রাইভালরি’র তকমা| শুক্র সন্ধ্যায় সল্টলেক স্টেডিয়ামে একাদশতম লিগের বোধনেই রাখা হয়েছিল দুই দৈত্যের লড়াই| মুখোমুখি হয়েছিল গতবারের লিগ শিল্ডজয়ী মোহনবাগান এবং কাপজয়ী মুম্বই ( MBSG vs MCFC)| গতবার ফাইনালে মুম্বই ৩-১ গোলে মোহনবাগানকে হারিয়েছিল| এবার হোসে মোলিনার শিষ্যরা পিটার ক্র্যাটকির টিমের সঙ্গে ২-২ ড্র করল| নেওয়া হল না বদলা! সাক্ষী থাকল ৪১ হাজার সমর্থক|
এদিন প্রথমার্ধের ৪ মিনিটেই গোলের মুখ খুলে ফেলেছিল মুম্বই| তবে লালিনজুয়ালা ছাংতের গোল অফসাইডের কারণে বাতিল হয়ে গিয়েছিল| তবে ৯ মিনিটেই মেরিনার্স ফ্যানরা সেলিব্রেশনে মেতে উঠেছিল| লিস্টন কোলাসোর ছয় গজ দূর থেকে নীচু করে নেওয়া ক্রস গোলকিপার লালচেনপা মিস করেন, বল চলে যায় ডিফেন্ডার তিরির পায়ে, তিনি বল ক্লিয়ার করতে না পেরে নিজের গোলেই ঢুকিয়ে দেন| আত্মঘাতী গোলেই এগিয়ে যায় মোহনবাগান|
২৮ মিনিটে স্কোরলাইন ২-০ করে ফেলে তারা| আশিস রাইয়ের লুপ থেকে গ্রেগ স্টুয়ার্ট হেডে বল নামিয়ে চালান করে দেন অরক্ষিত অ্যালবার্টো রডরিগেজকে| বাঁ-পায়ের ঠান্ডা মাথায় গোল করেন স্পেনের ডিফেন্ডার| যাঁকে এই মরসুমে মোহনবাগান আমদানি করেছে ব্রেন্ডন হ্যামিলের জায়গায়| চোটের কারণে ডুরান্ড খেলতে পারেননি তিনি| ফিট হয়ে, সবুজ-মেরুন জার্সিতে অভিষেক করেই গোল করলেন| বিরতিতে ২-০ এগিয়েই মাঠ ছাড়ে মোলিনার স্কোয়াড|
বিরতিতে যুবভারতী শুনল ‘ডান্ডা টুডুং টুডুং’… শিলাজিত মজুমদারের জনপ্রিয় এই গান দুই প্রধানই এখন আপন করে নিয়েছে| এদিন মোহনবাগান জনগণকে আরও একবার দুলিয়ে দিল এই নাচার গান| তবে শেষ পর্যন্ত গানের রেশ মিলিয়ে গেল একরাশ হতাশায়|
বিরতির আগে মুম্বইয়ের খেলায় সেই চেনা ঝাঁজই দেখা যাচ্ছিল না| রণবীর কাপুরের টিম দ্বিতীয়ার্ধে গতি বাড়ায়| মুম্বই কোচ তাঁদের তারকা ভারতীয় ফরোয়ার্ড জয়েশ রানেকে বসিয়ে নুফলকে নামান| সেই নুফলই গোলের নেপথ্যের কারিগর হয়ে গেলেন| ৬৯ মিনিটে গোল লক্ষ্য করে ভাসানো কর্নার থেকে, মোহনবাগান ডিফেন্সের জটলার মধ্যে গিয়ে পড়ে| শুভাশিস বসুর থেকে বল কাড়াকাড়িতে জিতে যান স্প্যানিশ ডিফেন্ডার তিরি| রিবাউন্ড থেকে, ছোট্ট টার্ন নিয়ে জালে বল জড়িয়ে দেন তিনি| ২০২০-২০২৩ পর্যন্ত যিনি খেলেছেন সবুজ-মেরুনের জার্সিতেই| এই গোলের পর অনেকেই ভেবেছিলেন ডুরান্ডের ফাইনালের পুনরাবৃত্তি যেন না হয়, আর ঠিক সেটাই ঘটল| ৯০ মিনিটে ফের গোল হজম করল মোহনবাগান| সেই নুফলের অ্যাসিস্ট! তাঁর কাট ব্যাক থেকে ছুটে এসে অসাধারণ গোল করেন ক্রোমা| পাঁচ মিনিট অতিরিক্ত সময় পেয়েও মোহনবাগান আর কোনও ছাপ ফেলতে পারেনি!
মোলিনার ডিফেন্স রীতিমতো ভাবার বিষয়| বিশেষত বাঁ-দিকটা| সাম্প্রতিক সময়ে তা খুব ভালোভাবেই চোখে পড়েছে| তবুও মোলিনা কিন্তু খুব একটা ভাবিত নন| গতকাল সাংবাদিক বৈঠকে ডিফেন্স নিয়ে প্রশ্ন করাতেও তিনি খুব একটা ভালো ভাবে নেননি| মোলিনা বলেছিলেন, ‘দেখুন ডুরান্ড অতীত| একটা পার্ট নিয়ে আমি ভাবি না| আমাকে সব দিক নিয়ে ভাবতে হয়| আমার দল যেমন আক্রমণ করতে পারবে, তেমনই ডিফেন্সও করতে পারবে| গোল যাতে কম হজম করতে পারি, সেদিকেই ফোকাসড| ছয় সপ্তাহ অনুশীলন হয়েছে| আমি খুশি| দল একটা শেপে এসেছে| আরও অনেক ভালো করতে হবে| সবটাই একটা প্রক্রিয়া| অনেক উন্নতি করতে হবে|’ মোলিনা এবার কী ব্যাখ্যা দেন সেটাই দেখার| তবে অ্যালবার্টো কিন্তু হতশ্রী রক্ষণেও আশার আলো| যথেষ্ট ভরসা দিয়েছিলেন তিনি|
আরও পড়ুন: PICS | IND vs BAN: গম্ভীর-মর্কেলেদের ক্লাসে রোহিতরা, দুয়ারে ভারত-বাংলাদেশ, মহড়া শুরু টিম ইন্ডিয়ার
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)