NOW READING:
EXPLAINED | ISL 2024-25 Final: কেন এই শহরই পেল মহারণের গুরুদায়িত্ব! কোন নিয়মে বাছা হল ফাইনালের ভেন‍্যু?
April 8, 2025

EXPLAINED | ISL 2024-25 Final: কেন এই শহরই পেল মহারণের গুরুদায়িত্ব! কোন নিয়মে বাছা হল ফাইনালের ভেন‍্যু?

EXPLAINED | ISL 2024-25 Final: কেন এই শহরই পেল মহারণের গুরুদায়িত্ব! কোন নিয়মে বাছা হল ফাইনালের ভেন‍্যু?
Listen to this article


জ়ি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: আইএসএল সেমিফাইনালের প্রথম পর্বে (Indian Super League Semi-Final Leg 2) জামশেদপুর এফসি-র কাছে হেরেও, দ্বিতীয় পর্বে মোহনবাগান ২-০ ব্যবধানে হারিয়ে দিল টাটানগরীকে (Mohun Bagan SG vs Jamshedpur FC)। দুই পর্ব মিলিয়ে মোহনবাগান ৩-২ ব্যবধানে জামশেদপুরকে হারিয়ে টানা তিনবার আইএসএল ফাইনালে চলে গেল…

গত সোমবার যুবভারতী ক্রীড়াঙ্গনে আপুইয়ার ‘অবিশ্বাস্য’ গোলে শেষ মুহূর্তে জয় ছিনিয়ে এনেছে মেরিনার্স। ১২ এপ্রিল, শনিবার খেতাবি লড়াইয়ে শুভাশিস বসুদের প্রতিপক্ষ সুনীল ছেত্রীর বেঙ্গালুরু এফসি। (Mohun Bagan vs Bengaluru FC)। এফসি গোয়াকে হারিয়ে যার ফাইনালের টিকিট কেটেছে

আরও পড়ুন: আপুইয়ার ‘অবিশ্বাস্য’ গোলে টাটানগরীকে উড়িয়ে ফাইনালে মোহনবাগান…

গতকাল সল্টলেক স্টেডিয়ামে মেরিনার্স বাজিমাত করার পরেই মোটামুটি ঠিক হয়ে গিয়েছিল যে, ফাইনাল হবে এই যুবভারতীতেই। মঙ্গলবার, আজ দুপুরে আইএসএল আনুষ্ঠানিক ভাবে জানিয়ে দিয়েছে যে, শনির মহাসংগ্রাম ফুটবলপাগল শহর কলকাতাতেই। এখন প্রশ্ন কেন কলকাতাই পেল মহারণের গুরুদায়িত্ব? কেন বেঙ্গালুরুকে বাছা হল না ফাইনালের ভেন‍্যু হিসেবে? 

আগে জানতে হবে আইপিএলের নিয়ম কী বলছে? আইএসএল কাপ ফাইনাল অর্থাত্‍ খেতাবি লড়াইয়ের ফাইনালে যে দু’দল উঠবে, তাদের মধ্যে দেখা হবে যে, লিগ পর্যায়ে কে এগিয়ে ছিল, সেই দলের ঘরের মাঠেই হবে যেহেতু মোহনবাগান লিগ শিল্ড জিতে তারাই ফাইনালে উঠেছে। সেহেতু সবুজ-মেরুনের ঘরের মাঠেই হবে ফাইনাল।  ফলে আইএসএল ফাইনাল মোহনবাগান নিজেদের ঘরের মাঠ যুবভারতীতেই খেলবে।

আরও পড়ুন: ২৪ বছরের স্টারকে ১৪ কোটি দিয়েছেন, না পেয়ে ‘অভুক্ত’ সুন্দরী মালকিন চরম হতাশ!

মোহনবাগানের সামনে ইতিহাস লেখার হাতছানি রয়েছে শনিবার। অতীতে মুম্বই সিটি একই মরসুমে লিগ শিল্ড এবং আইএসএল কাপ জিতেছিল। হোসে মোলিনা চাইবেন এই কীর্তিতে মোহনবাগানের নামও জুড়ে যাক মুম্বইয়ের সঙ্গে। মোহনবাগান যে নিঃসন্দেহে ঘরের মাঠে ফেভারিট, সে কথা বলার আর অপেক্ষা রাখে না। ফাইনালে, মাঠে মোহনবাগানের ১১ জন ফুটবলার খেললেও, স্টেডিয়ামেক ৬৫ হাজার সমর্থকও খেলবে মোহনবাগানের সঙ্গেই। 

 

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)





Source link