NOW READING:
WATCH | Isa Guha-Jasprit Bumrah: আচমকাই বুমরাকে ******* মন্তব্য ইশার! ব্রিসবেনে বিতর্কের ঝড়, ইংরেজ ক্রিকেটার বললেন…
December 16, 2024

WATCH | Isa Guha-Jasprit Bumrah: আচমকাই বুমরাকে ******* মন্তব্য ইশার! ব্রিসবেনে বিতর্কের ঝড়, ইংরেজ ক্রিকেটার বললেন…

WATCH | Isa Guha-Jasprit Bumrah: আচমকাই বুমরাকে ******* মন্তব্য ইশার! ব্রিসবেনে বিতর্কের ঝড়, ইংরেজ ক্রিকেটার বললেন…
Listen to this article


জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: চলতি ভারত-অস্ট্রেলিয়া ব্রিসবেন টেস্টের দ্বিতীয় দিনে (Australia vs India, 3rd Test), প্রাক্তন মহিলা ক্রিকেটার ইশা গুহ (Isa Guha) এমন কিছু বলে ফেলেছিলেন জসপ্রীত বুমরাকে (Jasprit Bumrah), যা বিতর্কের ঝড় তুলে দিয়েছে। ইংরেজ ক্রিকেটার ইশা সম্প্রচারকারী চ্য়ানেলে বলেন, ‘বুমরা তো এমভিপি- মোস্ট ভ্য়ালুয়েবল প্রাইমেট’! 

আরও বলুন: ‘সাহায্য করেনি সচিন’, দু’বার হৃদজনিত অস্ত্রোপচারের খরচ দিলেন কে? বিস্ফোরক কাম্বলি

প্রসঙ্গত ‘প্রাইমেট’ শব্দটির অর্থ বাঁদর প্রজাতির স্তন্য়পায়ী প্রাণী, যার মধ্য়ে মানুষও পড়ে! ঘটনাচক্রে ২০০৮ সালে সিডনিতে অস্ট্রেলীয় অলরাউন্ডার অ্যান্ড্রু সাইমন্ডসের অভিযোগ ছিল হরভজন সিং নাকি তাঁকে ‘মাঙ্কি’ (বাঁদর) বলেছিলেন! ফের একবার সেই ‘বাঁদর কাণ্ড’! ইশা কেন এমন শব্দচয়ন করেছিলেন, তা ইশাই বলতে পারবেন, তবে তিনি বুঝতে পেরেছেন যে, তাঁর  মন্তব্যেই ঝড় উঠে গিয়েছে সর্বত্র। পরিস্থিতি সামাল দিতে ইশা ক্ষমা চেয়ে নিলেন সকলের কাছে। 

ইশা ব্রিসবেন টেস্টের তৃতীয় দিন সম্প্রচাকারী চ্য়ানেলে বলেন, ‘গতকাল আমি একটি শব্দ ব্যবহার করেছি, যা বিভিন্ন উপায়ে ব্যাখ্যা করা যেতে পারে। আমার তরফে কোনও ভুল হয়ে গিয়ে থাকলে, আমি ক্ষমা চেয়ে নিতে চাই। অন্যদের প্রতি সহানুভূতি এবং সম্মানের ক্ষেত্রে আমি নিজেকে সত্যিই অনেক উপরের দিকে রাখি। আপনি যদি আমার সম্পূর্ণ ট্রান্সক্রিপ্ট পড়েন, তাহলে বুঝবেন, তবে আমি শুধুই ভারতের অন্যতম সেরা খেলোয়াড়ের সর্বোচ্চ প্রশংসাই করতে চেয়েছি। এবং আমি যাঁর প্রতি খুবই শ্রদ্ধাশীল। আমি বরাবর সমতার পক্ষে। গোটা কেরিয়ারেই তা করেছি।আমি বুমরার কৃতিত্বের বোঝানোর চেষ্টা করতে গিয়ে আমি ভুল শব্দট বেছে নিয়েছি। এবং তার জন্য আমি গভীরভাবে দুঃখিত। দক্ষিণ এশীয় ঐতিহ্যের এক মানুষ আমি।  আশা করি সকলে বুঝতে পারবেন যে, আমার অন্য কোনও উদ্দেশ্য বা বিদ্বেষ ছিল না।’ ব্রিসবেন টেস্টে ভারত রীতিমতো চাপেই আছে। একা কুম্ভ আগলেছেন বুমরা।

আরও পড়ুন: গুকেশ বিশ্বচ্যাম্পিয়ন, ছুটে এলেন রজনীকান্ত, জড়িয়ে অঝোরে কাঁদলেন…

 

 

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল) 

 

 





Source link