# Tags
#Blog

Protein Powder: শরীর বানাতে গ্লাসে ঢালছেন প্রোটিন পাউডার? মারাত্মক বিষ, বলছে রিপোর্ট…

Protein Powder: শরীর বানাতে গ্লাসে ঢালছেন প্রোটিন পাউডার? মারাত্মক বিষ, বলছে রিপোর্ট…
Listen to this article


জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: প্রোটিন পাউডার খাব? জিমে ভর্তি হয়ে অনেকেরই এই প্রশ্ন থাকে। প্রোটিন পাউডার সহজলভ্য তাই অনেকেই এটাকে নিরাপদ মনে করেন। তাই পেশি বানানোর জন্য হোক বা শরীর সুস্থ রাখতে, অনেকেই প্রোটিন পাউডার কিনে খান। কিন্তু আদতেও কি তাই? অনেক ক্ষেত্রে তা মারাত্মক অসুস্থতারও কারণ হতে পারে বলে সাম্প্রতিক এক গবেষণায় উঠে এসেছে। 

আরও পড়ুন, Guillain–Barre Syndrome: ৭ দিনেই আক্রান্ত ২২! হতে পারে মৃত্যুও! বিরল স্নায়ুরোগের খুব সাধারণ উপসর্গগুলি চিনে নিন…

জানা গিয়েছে, বাজার চলতি নানা ব্র্যান্ডের প্রোটিন পাউডার প্রচুর পরিমাণে ভারী ধাতু মিশিয়ে দেওয়া হচ্ছে। লেড ও ক্যাডমিয়ামের মতো শরীরের জন্য় বিপজ্জনক ধাতুও পাওয়া গিয়েছে প্রোটিন পাউডারে। ফুড সেফটি অ্যান্ড স্ট্যান্ডার্ড অথরিটি অফ ইন্ডিয়া (এফএসএসএআই) এর একটি গবেষণায় দেখা গেছে যে ভারতে বিক্রি হওয়া প্রোটিন পাউডার এবং খাদ্যতালিকাগত পরিপূরকগুলির প্রায় ১৫ শতাংশ অনিরাপদ বা মানের মানের নীচে।

ক্লিন লেবেল প্রজেক্টের একটি নতুন প্রতিবেদন প্রকাশ করে যে জনপ্রিয় প্রোটিন পাউডার-বিশেষ করে উদ্ভিদ-ভিত্তিক, জৈব এবং চকোলেট-স্বাদের পাউডারে উচ্চ মাত্রার সীসা এবং ক্যাডমিয়াম থাকতে পারে। পরীক্ষিত ১৬০ টি পণ্যের প্রায় অর্ধেক (৪৭%) ক্যালিফোর্নিয়ার প্রস্তাবনা ৬৫ সীসার জন্য নিয়ন্ত্রক সীমা অতিক্রম করেছে, ২১% আইনের অধীনে অনুমোদিত পণ্যগুলির চেয়ে দ্বিগুণের বেশি মাত্রা ধারণকারী। 

প্রসঙ্গত, প্রোটিন পাউডার অনেক আকারে আসে, যা মানুষ তাদের চাহিদা অনুযায়ী গ্রহণ করে। প্রোটিন পাউডার শরীরে প্রোটিনের পরিমাণ বাড়াতে সাহায্য করতে পারে। এগুলোর মধ্যে এনজাইম মিশ্রিত থাকায় এগুলো দ্রুত হজম হয় এবং শরীর তাৎক্ষণিক উপকার পায়। তবে প্রোটিন বেশি হয়ে গেলেও কিন্তু শরীরে নানা রকম সমস্যা তৈরি হতে পারে। এই ধরনের পাউডার দীর্ঘ দিন ধরে খেলে তা কিডনি ও লিভারের ক্ষতি করতে পারে। এই অভ্যাস মাথা ঘোরা, ক্ষুধামান্দ্য, ডায়েরিয়া কিংবা মানসিক চাপের মতো সমস্যাও ডেকে আনে।

আরও পড়ুন, Evolving Mental Health: কলকাতাবাসীর মানসিক সাহায্য প্রয়োজন? দেশের সব চেয়ে ‘অসুস্থ’ শহর কল্লোলিনী তিলোত্তমাই?

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)





Source link

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

Review Your Cart
0
Add Coupon Code
Subtotal