Shubman Gill Injury Update: অ্যাডিলেডে দিন-রাতের খেলা, গিলকে কি আদৌ পাওয়া যাবে গোলাপি টেস্টে? এল বিরাট আপডেট

Estimated read time 1 min read
Listen to this article


জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: পূর্ণ দায়িত্বপ্রাপ্ত অধিনায়ক রোহিত শর্মা (Rohit Sharma) ছিলেন পিতৃত্বকালীন ছুটিতে। ভারত-অস্ট্রেলিয়া প্রথম টেস্টে সহ-অধিনায়ক জসপ্রীত বুমরার (Jasprit Bumrah) কাঁধেই সঁপে দেওয়া হয়েছিল নেতৃত্বের গুরুভার। তাঁর অসাধারণ বোলিং ও দুর্দান্ত নেতৃত্বে ভারত ২৯৫ রানে অস্ট্রেলিয়াকে হারিয়ে, বর্ডার-গাভাসকর ট্রফিতে (Border-Gavaskar Trophy 2024-25) ১-০ এগিয়ে গিয়েছে। 

এবার অ্যাডিলেড দিন-রাতের টেস্ট শুরু ৬ ডিসেম্বর থেকে। রোহিত চলে এসেছেন অস্ট্রেলিয়ায়। তাঁর নেতৃত্বেই খেলবে টিম ইন্ডিয়া। তবে অ্যাডিলেডে নামার আগে ভারত দু’দিনের প্রস্তুতি ম্যাচ খেলবে অস্ট্রেলীয় প্রধানমন্ত্রী অ্যান্টনি অ্যালবানেজির (Anthony Albanese) দলের বিরুদ্ধে। ৩০ নভেম্বর-১ ডিসেম্বর দিন-রাতের খেলা। এখন প্রশ্ন শুভমন গিলকে (Shubman Gill) কি পাওয়া যাবে এই টেস্টে?

আরও পড়ুন: ইন্দো-অজি সিরিজের মাঝে মর্মান্তিক খবর, খেলতে খেলতে মাঠেই মৃত্যু ভারতীয় ক্রিকেটারের!

পারথ টেস্টের আগে ওয়াকাতে ওয়ার্ম-আপের সময়ে শুভমন তাঁর বুড়ো আঙুলে চোট পেয়েছিলেন। সেই চোটই এখনও ভোগাচ্ছে শুভমনকে। স্লিপে ফিল্ডিং করার সময়ে শুভমন বাঁ-হাতে চোট পেয়েছিলেন। পারথ টেস্টের শুভমন খেলেননি। শুক্রবার মানুকা ওভালে সাংবাদিক বৈঠক করেছিলেন জাতীয় দলের সহকারি কোচ অভিষেক নায়ার। তিনি বলেন, ‘দেখুন ও এখন ব্যাটিং করছে। ওর দেখভাল করছে আমাদের ফিজিয়োরা। আমি ওর অবস্থা সম্পর্কে অবগত নই। তবে ও খুব স্বাচ্ছন্দ্যেই ব্যাটিং করছিল। ইন্ডোরেও ব্যাট করছে। আমরা ওর চোট মূল্যায়নের পরেই আগামিকালের ম্যাচ খেলানোর বিষয়ে ভাবব।’
 
পারথে ভারতের হয়ে যশস্বী জয়সওয়াল ও কেএল রাহুল ওপেন করেছিলেন। রোহিত খেলেননি বলে রাহুল ওপেন করেছিলেন। তিনে শুভমনের জায়গায় নিয়ে আসা হয় দেবদত্ত পাড়িক্কলকে। যদিও তিনি ১৮ সদস্য়ের স্কোয়াডে ছিলেন না। শুভমন-রোহিতের অনুপস্থিতি ভারত টের পায়নি যদিও। তিন নেমে ১৪ টেস্টে ৯২৬ রান করা গিলের গড় ৪২.০৯। ২৫ ইনিংসে রয়েছে ৩ সেঞ্চুরি। এই মরসুমে কিন্তু শুভমন ভালো ছন্দেই রয়েছেন। ১০ ম্যাচে ও ১৯ ইনিংসে পঞ্জাবপুত্তর ৮০৬ রান করেছেন। তাঁর গড় ৪৭-এর উপর। ৩ সেঞ্চুরির সঙ্গে রয়েছে হাফ-সেঞ্চুরি। সর্বাধিক স্কোর অপরাজিত ১১৯। ওয়াকায় গা ঘামানোর ম্য়াচে শুভমন দুই ইনিংস মিলিয়ে ২৮ ও ৪২ রান করেছেন। ভারতের শেষ অস্ট্রেলিয়া সফরে শুভমন ২৫৯ রান করেছিলেন ৬ ইনিংস মিলিয়ে। তাঁর গড় ছিল ৫১.৮০। জোড়া হাফ-সেঞ্চুরিও ছিল। ঐতিহাসিক গাবায় রান তাড়া করে জেতার ম্য়াচে শুভমন ঝকঝকে ৯১ রানের ইনিংস খেলেছিল।

আরও পড়ুন: ‘ভাষা-যুদ্ধ’-এ বিপন্ন বেঙ্গালুরু! কন্নড় বনাম হিন্দির ধুন্ধুমার, আগুনে ঘি ঢালল RCB

 

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল) 





Source link

JagoronBarta http://www.jagoronbarta.com

জাগরণ বার্তা হল একটি অগ্রণী অনলাইন সংবাদ পোর্টাল যা পশ্চিমবঙ্গের মানুষের কাছে নিরপেক্ষ, সঠিক এবং সময়োপযোগী সংবাদ পৌঁছে দেওয়ার জন্য নিবেদিত। আমরা এমন একটি প্ল্যাটফর্ম সরবরাহ করতে প্রতিশ্রুতিবদ্ধ যা বাংলার প্রকৃত কণ্ঠস্বরকে প্রতিফলিত করে এবং স্বাধীন সাংবাদিকতার গুরুত্বকে তুলে ধরে।

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours