জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: ভারতকে টি-২০ বিশ্বকাপ (T20 World Cup 2024) জিতিয়ে রোহিত শর্মা (Rohit Sharma) মিডিয়াকে চমকে দিয়ে বলেছিলেন, তিনিও বিরাট কোহলির (Virat Kohli) মতোই দেশের জার্সিতে শেষ টি-২০ ম্য়াচ খেলে ফেললাম। আন্তর্জাতিক আঙিনায় সংক্ষিপ্ত ফরম্য়াটকে আলবিদা বলার জন্য় রোহিতের কাছে এটাই ছিল সেরা সময়। দেশের পরবর্তী টি-টোয়েন্টি অধিনায়ক হওয়ার দৌড়ে সবার আগে ছিলেন হার্দিক পান্ডিয়া (Hardik Pandya)। দুয়ে ছিলেন সূর্যকুমার যাদব (Suryakumar Yadav)। দৌড়ে ছিলেন ঋষভ পন্থ (Rishabh Pant), জসপ্রীত বুমরা (Jasprit Bumrah) ও শুভমন গিল (Shubman Gill)। কিন্তু সবাইকে পিছনে ফেলে রোহিতের জুতোয় পা গলালেন SKY! আর এরপর থেকেই মনে করা হচ্ছিল যে, জাতীয় দলের দুই তারকার সম্পর্কে নাকি ফাটল ধরেছে! এই নিয়ে শুরু হয়ে যায় বিস্তর চর্চা!
আরও পড়ুন: ‘২০ তলার ব্যালকনি থেকে…’ এই জীবনই আর রাখতে চাননি শামি! বন্ধুর চাঞ্চল্যকর তথ্য ফাঁস
শ্রীলঙ্কায় পা রেখে ভারতীয় দল অনুশীলন শুরু করে দিয়েছে। আর তখনই ভাইরাল হয়েছে হার্দিক-সূর্যের ভিডিয়ো। ভারতীয় দলের পাশাপাশি আইপিএলেও মুম্বই ইন্ডিয়ান্সের হয়ে খেলেন তাঁরা। বিমানবন্দরে সূর্যকে দেখেই হার্দিক এগিয়ে আসেন। হার্দিক জড়িয়ে ধরেন সূর্যকে। এরপর দু’জনের মুখেই ফুটে ওঠে চওড়া হাসি। আর এই ভিডিয়োই বুঝিয়ে দিচ্ছে যে, দুই সতীর্থের মধ্য়ে ‘অল ইজ ওয়েল’, মানে সব ঠিকঠাক আছে। এই ভিডিয়ো অনেকের মুখেই হাসি ফুটিয়েছে।
সোমবার মুম্বইয়ে গৌতম গম্ভীর সারেন জাতীয় দলের কোচ হিসেবে প্রথম সাংবাদিক বৈঠক। সেখানেই আগরকরের কাছে অধিনায়কত্বের প্রশ্ন রাখা হয়েছিল। জানতে চাওয়া হয়েছিল যে, নেতৃত্বের দৌড়ে এগিয়েও কীভাবে হার্দিককে মাত সূর্যর? এদিন আগরকর বলেন, ‘দেখুন হার্দিক আমাদের খুবই গুরুত্বপূর্ণ একজন খেলোয়াড়। তার এমন দক্ষতা রয়েছে যা খুঁজে পাওয়া খুব কঠিন। তবে বিগত দু’বছরে ওর কাছে চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছিল ফিটনেস। কোচ এবং নির্বাচকদের জন্য় যা কঠিন হয়ে গিয়েছিল। ২০২৬ সালে রয়েছে পরের টি-২০ বিশ্বকাপ। এর মধ্য়ে আমরা কয়েক’টি বিষয় দেখে নিতে চাই। ফিটনেসই ছিল হার্দিকের মূল চ্যালেঞ্জ। অধিনায়ক বেছে নেওয়ার নেপথ্য়ে এই কারণটাই কাজ করেছে। আমরা এমন একজনকে চেয়েছিলাম যাকে সব সময় পাওয়া যাবে।’
ভারতের পরবর্তী টি-২০ অধিনায়ক হিসেবে কাউকে বেছে নেওয়ার আগে, নির্বাচকদের দু’টি বিষয়ের দিকে খেয়াল রাখতে হয়েছিল। রোহিত শর্মা এবং বিরাট কোহলি টি-টোয়েন্টি থেকে চলে যাওয়ায়, সূর্যকুমার এই ফরম্যাটে ভারতের সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাটার, এই নিয়ে কোনও সন্দেহ নেই। ফলে ৩৩ বছর বয়সীকে অধিনায়কত্বের অতিরিক্ত বোঝা চাপানোর আগে ভাবতেই হয়েছিল টিম ম্যানেজমেন্টকে। দ্বিতীয়ত সূর্যর নেতৃত্বের অভিজ্ঞতা কম। আইপিএলে তিনি কখনই পূর্ণকালীন অধিনায়ক হননি। এমনকী দেশের জার্সিতেও স্ট্য়ান্ড-বাই ক্য়াপ্টেন ছিলেন। এত কিছুর ভাবার পরেও সূর্যকে দেওয়া হয়েছে দায়িত্ব। কারণ হার্দিকের অনিয়মিত হয়ে পড়া।
আরও পড়ুন:ভারতীয় ক্রিকেটে গম্ভীর যুগের সূচনা, টিম ইন্ডিয়ার প্রশিক্ষণ এখন ভাইরাল
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)