IPS Officer: দুর্নীতির পর্দা ফাঁস করায় আমাকে খুনের চেষ্টা চলছে: বিস্ফারক IPS অফিসার
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: তামিলনাড়ুর পুলিস নিয়োগ প্রক্রিয়ায় দুর্নীতির অভিযোগ। সিনিয়র আইপিএস অফিসার নিয়োগে অনিয়মের অভিযোগ। আর সেই দুর্নীতি সামনে নিয়ে আসার পর তাঁকে প্রাণে মেরে ফেলার হুমকি দেওয়া হচ্ছে। তাঁর অফিসে আগুন লাগিয়ে দেওয়া হয়েছে। এমনই অভিযোগ করেছেন তামিলনাড়ুর এডিজিপি কল্পনা নায়েক।
তিনি অভিযোগ করেছেন,পুলিসে নিয়োগে অনিয়ম প্রকাশ করার পর তাঁকে হত্যার চেষ্টা করা হয়েছিল। তামিলনাড়ুর পুলিসের ডিজিপি এবং পুলিস বাহিনীর প্রধান শঙ্কর জিওয়ালের কাছে এই মর্মে একটি লিখিত অভিযোগও জমা দিয়েছেন তিনি। যেখানে তিনি ২০২৪-এর ২৯ জুলাই চেন্নাইতে তাঁর অফিসে আগুন লাগার ঘটনায় নিরপেক্ষ তদন্তের আহ্বান জানিয়েছেন। কল্পনা জানাচ্ছেন ২০২৪-এর ২৯ জুলাই চেন্নাইয়ের এগমোরে অবস্থিত টিএনইউএসআরবি-র সদর দফতরে পৌঁছানোর ঠিক আগে একজন ঊর্ধ্বতন পুলিসকর্তা তাঁকে ফোন করে অফিসে না আসার পরামর্শ দেন। কারণ হিসেবে বলেন তাঁর চেম্বারে আগুন লেগেছে।
কিন্তু তিনি ততক্ষণে অফিসে পৌঁছে গেছেন। চেম্বার পরিদর্শন করতে গিয়ে দেখতে পান, তাঁর বসার চেয়ারটি সম্পূর্ণ পুড়ে গিয়েছে। যা থেকে তিনি মনে করছেন তিনি যদি আরেকটু আগে তাঁর অফিসে পৌঁছাতেন, তাহলে মারাত্মক বিপদে পড়তেন! নির্বাচিত প্রার্থীদের সংশোধিত তালিকা পরীক্ষা করার দিন-ই এই অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটে। যা তাঁর সন্দেহকে আরও দৃঢ় করে।
কল্পনা নায়েকের অভিযোগ, তামিলনাড়ু ইউনিফর্মড সার্ভিসেস রিক্রুটমেন্ট বোর্ড (TNUSRB)-এর অধীনে সাব-ইন্সপেক্টর, কনস্টেবল, কারারক্ষী এবং দমকলকর্মী নিয়োগে অনিয়ম হয়েছে। আর এই নিয়োগ অসঙ্গতিগুলি তুলে ধরার কয়েকদিন পর-ই এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এমনকি তাঁর কারণেই মাদ্রাজ হাইকোর্ট এমন একটি রায় দেয়, যা তামিলনাড়ু সরকারকে বিব্রত করে।
আরও পড়ুন, Rashtrapati Bhavan | Marriage: দেশের ইতিহাসে প্রথম, রাষ্ট্রপতি ভবনেই বিয়ে করছেন পুনম!
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)