NOW READING:
দাম বাড়লেও ইডেনে কেকেআর বনাম আরসিবি ম্যাচের টিকিট প্রায় শেষ, কত টাকায় পাওয়া যাচ্ছে?
March 7, 2025

দাম বাড়লেও ইডেনে কেকেআর বনাম আরসিবি ম্যাচের টিকিট প্রায় শেষ, কত টাকায় পাওয়া যাচ্ছে?

দাম বাড়লেও ইডেনে কেকেআর বনাম আরসিবি ম্যাচের টিকিট প্রায় শেষ, কত টাকায় পাওয়া যাচ্ছে?
Listen to this article


সন্দীপ সরকার, কলকাতা: লালমোহন গঙ্গোপাধ্যায় ওরফে জটায়ুর ভাষায়, সেলিং লাইক হট কচুরিজ়…

ইডেনে (Eden Gardens) আইপিএলের (IPL 2025) ম্যাচের টিকিট বিক্রি শুরু হতেই হাহাকার। অনলাইনে মুহূর্তের মধ্যে বেশিরভাগ টিকিটই বিক্রি হয়ে গেল। পড়ে রয়েছে একটু বেশি দামের অল্প কিছু টিকিট। শুক্রবার টিকিট বিক্রির যে ছবিটা দেখে কলকাতা নাইট রাইডার্স কর্তৃপক্ষ নিশ্চয়ই উৎসাহিত হবে।

এবিপি আনন্দই একমাত্র লিখেছিল যে, ইডেনে আইপিএল ম্যাচের টিকিটের দাম বাড়তে চলেছে। এ-ও জানানো হয়েছিল যে, সর্বনিম্ন টিকিটের দাম গতবারের তুলনায় দেড়শো টাকা বাড়তে চলেছে। ৯০০ টাকা রাখা হচ্ছে সর্বনিম্ন টিকিটের দাম। পাশাপাশি এবিপি আনন্দই সকলের আগে জানিয়েছিল যে, শুক্রবার বেলা বারোটা থেকে অনলাইনে পাওয়া যাবে ইডেনে কেকেআরের ম্যাচের টিকিট। যে খবরে সিলমোহর পড়ল শুক্রবার ঘড়ির কাঁটা বেলা বারোটা স্পর্শ করতেই।

 

এবিপি লাইভ বাংলায় প্রকাশিত সেই খবর
এবিপি লাইভ বাংলায় প্রকাশিত সেই খবর

প্রথম পর্বে ইডেনে দুটি ম্যাচের টিকিট অনলাইনে বিক্রি শুরু হয়েছে। ২২ মার্চ কলকাতা নাইট রাইডার্স বনাম রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর ম্যাচ ও ৩ এপ্রিল কেকেআর বনাম সানরাইজার্স হায়দরাবাদ ম্যাচের টিকিট বুক মাই শো অ্যাপে পাওয়া যাচ্ছে। যে টিকিট কেনা নিয়ে হুড়োহুড়ি পড়ে গিয়েছে।

কেকেআর বনাম আরসিবি ম্যাচের সর্বনিম্ন টিকিটের দাম রাখা হয়েছে ৯০০ টাকা। তারপর রয়েছে ২০০০, ৩৫০০, ৫০০০, ৬০০০, ১০ ও ১৫ হাজার টাকার টিকিট। ক্লাব হাউস আপার টিয়ারের টিকিটের দাম রাখা হয়েছে ৬ হাজার টাকা। এর মধ্যে ৯০০, ২০০০, ৬০০০ ও ১০০০০ টাকার সব টিকিট নিঃশেষ। সাড়ে তিন, পাঁচ ও ১০ হাজার টাকা দামের টিকিটও শেষ হওয়ার পথে।

৩ এপ্রিল সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে ঘরের মাঠে নামবে কেকেআর। সেই ম্যাচেরও ৯০০ ও ২০০০ টাকার টিকিট নিঃশেষ। বাকি টিকিটও দ্রুত শেষ হচ্ছে।

বয়স ২ বছরের বেশি হলে তাদেরও লাগবে টিকিট। নিয়ম করা হয়েছে, ১৮ বছরের কম বয়সীদের সঙ্গে একজন পূর্ণবয়স্ককে থাকতেই হবে। তাঁর কাছেও থাকতে হবে ম্যাচের টিকিট। একবার মাঠে টিকিট দেখিয়ে ঢুকে যাওয়ার পর কোনও কারণে বাইরে বেরতে হলে আর সেই টিকিটে প্রবেশ করা যাবে না। অনলাইনে একজন সর্বোচ্চ ১০টি টিকিট বুক করতে পারবেন।

সব মিলিয়ে আইপিএলের টিকিট নিয়ে বাংলার ক্রিকেটপ্রেমীদের মধ্যে তুমুল আগ্রহ তৈরি হয়েছে।

আরও পড়ুন: অস্ট্রেলিয়ার বিরুদ্ধে কোনও দল যা পারেনি, করে দেখাল ভারত, গর্বের রেকর্ডবুক

আরও দেখুন



Source link