<p><strong>নয়াদিল্লি: </strong>আইপিএলে (IPL) দীর্ঘ ১৭ বছরের ইতিহাসে কোনওদিন ট্রফির দেখা পায়নি রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (RCB)। তারকা সমৃদ্ধ দল গড়েছে, বারবার বদলেছে অধিনায়ক, কোচ, জার্সি মায় দলের নামও। তাও ট্রফি ভাগ্য খোলেনি।</p>
<p>আইপিএলের (IPL 2025) ১৮তম সংস্করণে কি অবশেষে ট্রফি খরা কাটবে আরসিবি-র? বিরাট কোহলিদের ছন্দ অন্তত সেরকমই ইঙ্গিত দিচ্ছে। রবিবার দিল্লি ক্যাপিটালসের ঘরের মাঠে দিল্লি ক্যাপিটালসকে হারিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে উঠে এল আরসিবি। ১০ ম্যাচে ১৪ পয়েন্ট হয়ে গিয়েছে কোহলিদের। বাকি ৪ ম্যাচের একটিতে জিতলেই প্লে অফ নিশ্চিত। <a title="কোহলি" href="https://bengali.abplive.com/topic/virat-kohli" data-type="interlinkingkeywords">কোহলি</a>রা নিশ্চয়ই চাইবেন পয়েন্ট টেবিলের প্রথম দুই জায়গার মধ্যে থাকতে। যাতে কোয়ালিফায়ার ওয়ানে খেলার সুযোগ পাওয়া যায়। সেক্ষেত্রে হারলেও ফাইনালে ওঠার আর একটা সুযোগ পাওয়া যাবে।</p>
<p>আইপিএলের প্লে অফে ওঠার জন্য ম্যাজিক ফিগার মনে করা হয় ১৬ পয়েন্টকে। শেষ পাঁচ ম্যাচের চারটি জিতে চনমনে আরসিবি। গুজরাত টাইটান্স রয়েছে দু’নম্বরে। তারা ৮ ম্যাচে ১২ পয়েন্ট পেয়েছে। তবে শুভমন গিলরা ম্যাচ অনেক কম খেলেছেন। বাকি ৬ ম্যাচের ২টিতে জিতলেই প্লে অফের দরজা খুলে যেতে পারে ২০২২ আইপিএলের চ্যাম্পিয়নদের।</p>
<p>পয়েন্ট টেবিলের ছবিটা বদলে দিয়েছে মুম্বই ইন্ডিয়ান্সও। টানা জিতে চলেছেন <a title="হার্দিক পাণ্ড্য" href="https://bengali.abplive.com/topic/hardik-pandya" data-type="interlinkingkeywords">হার্দিক পাণ্ড্য</a>রা। শেষ পাঁচ ম্যাচে টানা জয়। ১০ ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে তিন নম্বরে পাঁচবারের <a title="আইপিএল" href="https://bengali.abplive.com/topic/ipl" data-type="interlinkingkeywords">আইপিএল</a> চ্যাম্পিয়নরা।</p>
<p>৯টি ম্যাচ খেলে ১২ পয়েন্টে রয়েছে দিল্লি ক্যাপিটালসও। তবে রান রেটে সামান্য পিছিয়ে থাকায় চার নম্বরে রয়েছেন অক্ষর পটেল, কে এল রাহুলরা। শেষ পাঁচ ম্যাচের তিনটি হেরে গিয়ে কিছুটা চাপে দিল্লি।</p>
<p>পয়েন্ট টেবিলের পাঁচে পঞ্জাব কিংস। ৯ ম্যাচে ১১ পয়েন্ট <a title="শ্রেয়স আইয়ার" href="https://bengali.abplive.com/topic/shreyas-iyer" data-type="interlinkingkeywords">শ্রেয়স আইয়ার</a>দের। প্লে অফের দৌড়ে ভাল মতোই রয়েছে পঞ্জাব। ১০ ম্যাচ খেলে ১০ পয়েন্ট রয়েছে লখনউ সুপার জায়ান্টসের ঝুলিতে। ঋষভ পন্থরা রয়েছেন পয়েন্ট টেবিলের ৬ নম্বরে।</p>
<p>৯ ম্যাচে ৭ পয়েন্ট গতবারের চ্যাম্পিয়ন <a title="কলকাতা নাইট রাইডার্স" href="https://bengali.abplive.com/topic/kolkata-knight-riders" data-type="interlinkingkeywords">কলকাতা নাইট রাইডার্স</a>ের। পয়েন্ট টেবিলের সাতে <a title="কেকেআর" href="https://bengali.abplive.com/topic/kkr" data-type="interlinkingkeywords">কেকেআর</a>। আট, নয় ও দশ নম্বরে রয়েছে যথাক্রমে সানরাইজার্স হায়দরাবাদ, রাজস্থান রয়্যালস ও চেন্নাই সুপার কিংস। এদের মধ্যে ৯ ম্যাচে ৬ পয়েন্ট হায়দরাবাদের। বাকি পাঁচ ম্যাচের পাঁচটিতে জিতলেই খুলে যেতে পারে প্লে অফের দরজা। ৯টি করে ম্যাচ খেলে ৪ পয়েন্টে আটকে রাজস্থান ও চেন্নাই। বাকি সব ম্যাচ জিতলেও প্লে অফে ওঠার সম্ভাবনা নেই বললেই চলে।</p>
Source link
দিল্লিকে হারিয়ে পয়েন্ট টেবিলের ছবি বদলে দিল আরসিবি, আইপিএল প্লে অফের দৌড়ে কোন দল কোথায়?
