নয়াদিল্লি: পরপর দু’ম্যাচে হার। সঙ্গে একটি ম্যাচ বৃষ্টিতে পণ্ড হয়ে যাওয়া। সব মিলিয়ে গতবারের আইপিএল (IPL 2025) চ্যাম্পিয়নরা এবার গ্রুপ পর্ব থেকেই বিদায় নেবে কি না, তা নিয়েই জোর আলোচনা শুরু হয়ে গিয়েছিল।
মঙ্গলবার দিল্লি ক্যাপিটালসকে ১৪ রানে হারিয়ে প্লে অফের লড়াইয়ে টিকে রইল কলকাতা নাইট রাইডার্স। ১০ ম্যাচের শেষে ৯ পয়েন্ট হল কেকেআরের। পয়েন্ট টেবিলে সাত নম্বরেই রইলেন নাইটরা। যদিও ওপরের ৬ দলের সঙ্গে ফারাক খুব কম। বাকি ৪ ম্যাচের ৪টি জিতলেই কেকেআরের প্লে অফে ওঠা নিশ্চিত।
আইপিএলে (IPL) দীর্ঘ ১৭ বছরের ইতিহাসে কোনওদিন ট্রফির দেখা পায়নি রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (RCB)। তারকা সমৃদ্ধ দল গড়েছে, বারবার বদলেছে অধিনায়ক, কোচ, জার্সি মায় দলের নামও। তাও ট্রফি ভাগ্য খোলেনি। আইপিএলের (IPL 2025) ১৮তম সংস্করণে কি অবশেষে ট্রফি খরা কাটবে আরসিবি-র? বিরাট কোহলিদের ছন্দ অন্তত সেরকমই ইঙ্গিত দিচ্ছে। রবিবার দিল্লি ক্যাপিটালসের ঘরের মাঠে দিল্লি ক্যাপিটালসকে হারিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে উঠে এসেছে আরসিবি। ১০ ম্যাচে ১৪ পয়েন্ট হয়ে গিয়েছে তাদের। বাকি ৪ ম্যাচের একটিতে জিতলেই প্লে অফ নিশ্চিত।
আইপিএলের প্লে অফে ওঠার জন্য ম্যাজিক ফিগার মনে করা হয় ১৬ পয়েন্টকে। মুম্বই ইন্ডিয়ান্স উঠে এসেছে দু’নম্বরে। তারা ১০ ম্যাচে ১২ পয়েন্ট পেয়েছে। বাকি ৪ ম্যাচের ২টিতে জিতলেই প্লে অফের দরজা খুলে যেতে পারে পাঁচবারের আইপিএলে চ্যাম্পিয়নদের।
৯ ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে তিন নম্বরে গুজরাত টাইটান্স। শেষ পাঁচ ম্যাচে তিনটি জয় ও ২টিতে হার শুভমন গিলদের। মঙ্গলবার হারলেও ১০টি ম্যাচ খেলে ১২ পয়েন্ট নিয়ে চার নম্বরে রয়েছে দিল্লি ক্যাপিটালস। মুম্বই ও গুজরাতের সঙ্গে পয়েন্ট সমান হলেও রান রেটে সামান্য পিছিয়ে থাকায় চার নম্বরে রয়েছেন অক্ষর পটেল, কে এল রাহুলরা। শেষ পাঁচ ম্যাচের তিনটি হেরে গিয়ে কিছুটা চাপে দিল্লি।
পয়েন্ট টেবিলের পাঁচে পঞ্জাব কিংস। ৯ ম্যাচে ১১ পয়েন্ট শ্রেয়স আইয়ারদের। প্লে অফের দৌড়ে ভাল মতোই রয়েছে পঞ্জাব। ১০ ম্যাচ খেলে ১০ পয়েন্ট রয়েছে লখনউ সুপার জায়ান্টসের ঝুলিতে। ঋষভ পন্থরা রয়েছেন পয়েন্ট টেবিলের ৬ নম্বরে।
পয়েন্ট টেবিলের আট, নয় ও দশ নম্বরে রয়েছে যথাক্রমে রাজস্থান রয়্যালস, সানরাইজার্স হায়দরাবাদ ও চেন্নাই সুপার কিংস। এদের মধ্যে ১০ ম্যাচে ৬ পয়েন্ট রাজস্থানের।
আরও দেখুন