NOW READING:
চ্যাম্পিয়নদের মুকুট নিয়ে টানাটানি! মরিয়া কেকেআরের বিরাট ঝুঁকি, আজ ইডেনে কী চমক?
April 3, 2025

চ্যাম্পিয়নদের মুকুট নিয়ে টানাটানি! মরিয়া কেকেআরের বিরাট ঝুঁকি, আজ ইডেনে কী চমক?

চ্যাম্পিয়নদের মুকুট নিয়ে টানাটানি! মরিয়া কেকেআরের বিরাট ঝুঁকি, আজ ইডেনে কী চমক?
Listen to this article



<p><span class="yt-core-attributed-string–link-inherit-color" dir="auto">ABP Ananda Live: বৃহস্পতিবার ঘরের মাঠে ফের নামছে কেকেআর। প্রতিপক্ষ সানরাইজার্স হায়দরাবাদ। গত আইপিএলের ফাইনালে যাদের হারিয়ে ট্রফি জিতেছিল কেকেআর। আর হায়দরাবাদ মানেই ব্যাটিং লাইন আপে একের পর এক বিভীষিকা। ট্র্যাভিস হেড, অভিষেক শর্মা, হেনরিখ ক্লাসেন তো ছিলেনই, এবার তাঁদের সঙ্গে যোগ হয়েছে ঈশান কিষাণের নাম। গত আইপিএলে ট্র্যাভিষেক জুটিকে রুখে দেওয়ার জন্য কেকেআরের হাতে একটা মিচেল স্টার্ক ছিল। এবার স্টার্ক হাতছাড়া। পরিবর্তে যাঁকে নেওয়া হয়েছিল, সেই অনরিক নখিয়া আনফিট। স্পেনসার জনসন খেলছেন। কিন্তু বাজারে ইলিশ কিনতে গিয়ে বাজেটে না পোষালে খয়রা মাছ কিনে ফেরার মতোই ছবি জনসনকে নিয়ে। তিন ম্যাচে ৮ ওভার ২ বলে ৮৭ রান খরচ করে ফেলেন অস্ট্রেলীয় পেসার। ঝুলিতে মোটে এক উইকেট। অগত্যা ইডেনে জয়ের সরণিতে ফিরতে মরিয়া কেকেআর শিবির ঘূর্ণি-জাল বিছিয়ে দেওয়ার পরিকল্পনা নিয়েছে। ইডেনে পাশাপাশি দুটি উইকেট তৈরি করেছেন কিউরেটর সুজন মুখোপাধ্যায়। একটি পিচে বড় রানের খেলা হতে পারে। কিন্তু কেকেআর বনাম হায়দরাবাদ ম্যাচের জন্য যে বাইশ গজ প্রস্তুত রাখা হয়েছে, তা শুকনো, খটখটে। পিচে বল পড়ে লাফাবে, নীচু হবে, ঘুরবে বলে পূর্বাভাস।&nbsp;</span></p>



Source link