
অনেকে মনে করেন আইপিএল মানেই চার-ছক্কার খেলা। টি-২০ ক্রিকেট বিনোদনের আর এক নাম।

যদিও এই চিন্তাভাবনার সঙ্গে একেবারেই একমত নন বোলাররা। এবার বোলারদের হয়ে সরব হলেন শার্দুল ঠাকুর।

আইপিএলে খেলার কথাই ছিল না শার্দুলের। নিলামে অবিক্রিত ছিলেন তিনি।

মহসিন খান চোট পেয়ে আইপিএল থেকে ছিটকে যাওয়ার পর শার্দুলকে দলে নেয় লখনউ সুপার জায়ান্টস। আর আইপিএলে নেমেই নজর কেড়ে নিচ্ছেন শার্দুল।

এমনিতেই ব্যাটিং সহায়ক পিচ ও ইমপ্যাক্ট প্লেয়ার নিয়মের জন্য আরও বেশি রান উঠছে আইপিএলে। তবে শার্দুল মনে করেন, বোলারদের সমান সুযোগসুবিধা পাওয়া উচিত।

ভারতীয় ক্রিকেট বোর্ডের কাছে এ নিয়ে আবেদনও করেছেন শার্দুল। বলেছেন, ‘আমি শুধু আমার জন্য নয়, সমস্ত বোলারদের হয়ে এই কথা বলছি। যাদের অনেকেই হয়তো সোজাসাপ্টা কথা বলতে পারে না বা সংবাদমাধ্যমের কাছে সাক্ষাৎকার দেওয়ার সুযোগ পায় না। পিচ নিয়ে তারা কথা বলতে পারে না।’

শার্দুল বলেছেন, ‘পিচ এমন হওয়া উচিত যেখানে বোলাররাও সমান সুবিধা পাবে। তাতে খেলায় একটা ভারসাম্য থাকবে।’

শার্দুলের কথায়, ‘ব্যাটাররা নামবে আর বোলারদের ওড়াতে থাকবে, এটা মোটেও ঠিক নয়। সব বোলারই চায় যেন একপেশে খেলা না হয়।’

শার্দুল বলেছেন, ‘আমরাও চাই সকলে সমান সুযোগ পাক। তাতে লড়াই উপভোগ্য হবে। এমনিতেই ইমপ্যাক্ট প্লেয়ার নিয়মের জন্য সব দল বাড়তি একজন ব্যাটারকে খেলাতে পারছে। এই নিয়ম হয়তো বিনোদন বাড়াচ্ছে। তবে শুধু ইমপ্যাক্ট প্লেয়ারের জন্য আড়াইশো রান উঠছে না। উঠছে পিচের জন্যও।’

শার্দুলের দাবি, শুধু ব্যাটারদের কথা ভেবে পিচ বানানো উচিত নয়। বরং বোলারদের কথাও ভাবা হোক। ছবি – পিটিআই
Published at : 31 Mar 2025 06:23 PM (IST)
আরও জানুন আইপিএল
আরও দেখুন