NOW READING:
শ্রেয়ার গান, চোখধাঁধানো আতশবাজি, কোহলি-রিঙ্কুকে নাচালেন শাহরুখ, কেমন হল আইপিএলের উদ্বোধন?
March 22, 2025

শ্রেয়ার গান, চোখধাঁধানো আতশবাজি, কোহলি-রিঙ্কুকে নাচালেন শাহরুখ, কেমন হল আইপিএলের উদ্বোধন?

শ্রেয়ার গান, চোখধাঁধানো আতশবাজি, কোহলি-রিঙ্কুকে নাচালেন শাহরুখ, কেমন হল আইপিএলের উদ্বোধন?
Listen to this article


অপেক্ষার অবসান। শুরু হয়ে গেল ১৮তম আইপিএল।

অপেক্ষার অবসান। শুরু হয়ে গেল ১৮তম আইপিএল।

গতবার আইপিএল জিতেছিল কলকাতা নাইট রাইডার্স। সেই কারণে এবারের আইপিএলের উদ্বোধনী অনুষ্ঠান হল কেকেআরের ডেরা ইডেন গার্ডেন্সে।

গতবার আইপিএল জিতেছিল কলকাতা নাইট রাইডার্স। সেই কারণে এবারের আইপিএলের উদ্বোধনী অনুষ্ঠান হল কেকেআরের ডেরা ইডেন গার্ডেন্সে।

অনুষ্ঠান সঞ্চালনা করলেন শাহরুখ খান। শ্রেয়া ঘোষালের গান দিয়ে উদ্বোধনী অনুষ্ঠান শুরু হয়। আমি যে তোমার, জিন্দা, রং দে বসন্তির মতো সুপারহিট গান শোনান শ্রেয়া।

অনুষ্ঠান সঞ্চালনা করলেন শাহরুখ খান। শ্রেয়া ঘোষালের গান দিয়ে উদ্বোধনী অনুষ্ঠান শুরু হয়। আমি যে তোমার, জিন্দা, রং দে বসন্তির মতো সুপারহিট গান শোনান শ্রেয়া।

তারপরই ছিল করণ অউজলার গান ও দিশা পাটানির নাচ। দুজনে মিলে প্রায় ১০ মিনিট পারফর্ম করেন।

তারপরই ছিল করণ অউজলার গান ও দিশা পাটানির নাচ। দুজনে মিলে প্রায় ১০ মিনিট পারফর্ম করেন।

করণ তাঁর জনপ্রিয় তউবা তউবা থেকে শুরু করে একাধিক গান পরিবেশন করলেন। কানায় কানায় ভরা ইডেন হর্ষধ্বনি করে উঠল।

করণ তাঁর জনপ্রিয় তউবা তউবা থেকে শুরু করে একাধিক গান পরিবেশন করলেন। কানায় কানায় ভরা ইডেন হর্ষধ্বনি করে উঠল।

তবে উদ্বোধনী অনুষ্ঠানের মধ্যমণি ছিলেন শাহরুখই। শুরু থেকে শেষ পর্যন্ত অনুষ্ঠান মাতিয়ে রাখলেন কিংগ খান।

তবে উদ্বোধনী অনুষ্ঠানের মধ্যমণি ছিলেন শাহরুখই। শুরু থেকে শেষ পর্যন্ত অনুষ্ঠান মাতিয়ে রাখলেন কিংগ খান।

প্রত্যাশা মতোই বিরাট কোহলিকে মঞ্চে ডেকে নেন শাহরুখ। বিরাটকে আইপিএলের ওজি বলেও বর্ণনা করেন বাদশা।

প্রত্যাশা মতোই বিরাট কোহলিকে মঞ্চে ডেকে নেন শাহরুখ। বিরাটকে আইপিএলের ওজি বলেও বর্ণনা করেন বাদশা।

শাহরুখ জানিয়ে দেন, বিরাটের খেলা দেখার জন্য তিনি রাত জাগতেন। বিরাটও পাল্টা কৃতজ্ঞতা জানান।

শাহরুখ জানিয়ে দেন, বিরাটের খেলা দেখার জন্য তিনি রাত জাগতেন। বিরাটও পাল্টা কৃতজ্ঞতা জানান।

রিঙ্কু সিংহকে মঞ্চে তুলে নেন শাহরুখ। তাঁর সঙ্গে ডানকি সিনেমার হিট গান লুট পুট গয়ার তালে নাচেনও।

রিঙ্কু সিংহকে মঞ্চে তুলে নেন শাহরুখ। তাঁর সঙ্গে ডানকি সিনেমার হিট গান লুট পুট গয়ার তালে নাচেনও।

শেষে আইপিএলের ১৮তম সংস্করণের জন্য বিশেষ কেক কাটা হয়। ওড়ানো হয় বেলুন। আতশবাজির খেলা শুরু হয় রাতের আকাশে। সেই সঙ্গে ড্রোন থেকে লেজার শো। সব শেষে গাওয়া হয় জাতীয় সঙ্গীত। ছবি - পিটিআই

শেষে আইপিএলের ১৮তম সংস্করণের জন্য বিশেষ কেক কাটা হয়। ওড়ানো হয় বেলুন। আতশবাজির খেলা শুরু হয় রাতের আকাশে। সেই সঙ্গে ড্রোন থেকে লেজার শো। সব শেষে গাওয়া হয় জাতীয় সঙ্গীত। ছবি – পিটিআই

Published at : 22 Mar 2025 08:48 PM (IST)

আরও জানুন আইপিএল

আরও দেখুন



Source link