
তাঁর বাবা ছিলেন টেম্পোচালক। অকালেই বাবা ও ভাইকেও হারাতে হয়। তবে জীবনযুদ্ধে হার মানেননি কেকেআর তারকা।

ভারতীয় ঘরোয়া ক্রিকেটে তিনি পরিচিত মুখ। ইতিমধ্যেই জাতীয় দলের হয়েও খেলে ফেলেছেন চেতন সাকারিয়া।

তবে গুজরাতের ভাবনগর জেলার ভর্তেজ গ্রাম থেকে উঠে আসা সাকারিয়ার উত্থানের কাহিনির পরতে পরতে সংঘর্ষ।

এক কামরার ঘরে থাকা সাকারিয়ার কাছে ক্রিকেট খেলার জুতো কেনার টাকা পর্যন্ত ছিল না।

আরেক কেকেআর প্রাক্তনী শেল্ডন জ্যাকসন সাকারিয়াকে এক জোড়া জুতো কিনে দেন এবং সেই জুতো পড়েই তিনি পেস ফাউন্ডেশনে যেতে সক্ষম হন।

একই বছরে চেতনের বাবা ও দাদাকে হারান চেতন। ২০২১ সালে তাঁর দাদা সুইসাইড করেন এবং ওই বছরই করোনাকালে চেতনের বাবাও মারা যান।

দুরন্ত ঘরোয়া ক্রিকেট পারফরম্যান্সের সুবাদে ২০২১ সালে দিল্লি ক্যাপিটালস তাঁকে দলে নেয়। এরপর দিল্লি ক্য়াপিটালসের হয়ে খেলেন তিনি।

গত মরশুমে কেকেআরের খেতাবজয়ী দলেরও অংশ ছিলেন সাকারিয়া। এ মরশুমে উমরান মালিক চোট পাওয়ায় বদলি হিসাবে নাইট শিবির ৭৫ লক্ষ টাকায় সই করে। ছবি- পিটিআই
Published at : 08 Apr 2025 02:09 PM (IST)
আরও জানুন আইপিএল
আরও দেখুন