<p>ABP Ananda LIVE : আজ আইপিএল -এর ওপেনিং ম্যাচে মুখোমুখি কলকাতা নাইট রাইডার্স এবং রয়েল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। কলকাতার ইডেন গার্ডেন্সে আইপিএলের প্রথম ম্যাচ। ম্যাচ ঘিরে উন্মাদনা গোটা শহরজুড়ে। অজিঙ্কা রাহানে নাকি বিরাট কোহলি, প্রথম ম্যাচে শিকে ছিঁড়বে কার? ব্যাটে ফের ঝড় তুলবেন রাসেল? কী বলছেন দু-দলের সমর্থকরা?</p>
<p> </p>
<p><strong>Humayun Kabir: ‘বারুইপুরে তৃণমূল ট্রেলার দেখিয়েছে, মুর্শিদাবাদে আসল নাটক মঞ্চস্থ হবে’, ফের শুভেন্দুকে চ্যালেঞ্জ হুমায়ুনের</strong></p>
<p>বিধানসভা ভোটের অনেক আগে থেকেই রাজ্য রাজনীতিতে শুরু হয়ে গিয়েছে রাজনৈতিক চাপানউতোর। একে অপরকে উদ্দেশ্য করে চলছে হুমকি-পাল্টা হুমকি, চমকি-ধমকি সবই। এই আবহেই সম্প্রতি হুঁশিয়ারি-পাল্টা হুঁশিয়ারিতে জড়ান শুভেন্দু অধিকারী ও হুমায়ুন কবীর। ফের শুভেন্দু অধিকারীকে চ্যালেঞ্জ ছুড়লেন ভরতপুরের তৃণমূল বিধায়ক। ‘বারুইপুরে ট্রেলার দেখিয়েছিলাম, মুর্শিদাবাদে আসল নাটক মঞ্চস্থ হবে’, বলে হুঁশিয়ারি দিলেন তিনি। শুধু তা-ই নয়, ‘শুভেন্দুর বারুইপুর অভিযান সুপার ফ্লপ’ বলেও কটাক্ষ করেন তিনি।</p>
<p>হুমায়ুনের কথায়, "বিমান বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করে বা তাঁর বিধানসভায় গিয়ে তাঁর বিরুদ্ধে জনমত তৈরি করার উদ্দেশ্য নিয়ে যেটা গিয়েছিল…সেটা সম্পূর্ণ সুপার ফ্লপ হয়েছে। বারুইপুরে যাঁরা তৃণমূল কংগ্রেসের সদস্য তাঁরা তাঁকে ওইদিন ট্রেলার দেখিয়েছে। আমি মনে করি, বারুইপুরে তৃণমূল কংগ্রেসে নেতৃবর্গকে আমার অত্যন্ত ধন্যবাদ জানাই। অভিনন্দন জানাই। শুভেন্দুর মতো এধরনের একটা আস্ফালন করা ব্যক্তি যিনি ৩৫টি গাড়ির কনভয় নিয়ে , প্রায় ৪০ জন বিধায়ককে সঙ্গে নিয়ে তিনি বারুইপুরে ঢুকেছিলেন। তাঁকে যে ট্রেলার দেখিয়েছে, আগামী মুর্শিদাবাদে যেদিন ঢুকবে সেদিন মূল যে নাটক মঞ্চস্থ হওয়ার …সেটা সেদিন উনি জবাব পাবেন। শুভেন্দু অধিকারীকে আসল পিকচার দেখানো হবে। উনি ১৩ এপ্রিল যাবেন বলেছেন। তারিখ যেন উনি নির্ধারণ করেন। তিনি যেন যান। যেন ভয়ে প্রোগ্রাম বাতিল না করেন। সেটাই বলব। তারপর গেলে উনি মুর্শিদাবাদ থেকে আসল নাটক ওঁর বিরুদ্ধে মঞ্চস্থ করা হবে।" </p>
Source link
আইপিএলে ফের করব-লড়ব-জিতব, নাকি বদলা আরসিবি-র? কী বলছেন ক্রিকেটপ্রেমীরা?
