
নেতৃত্বের গুরুদায়িত্ব তাঁর কাঁধে ছিলই। ব্যাট হাতে কেকেআরের জার্সিতে চলতি মরশুমে প্রথম ম্যাচেই রান পেয়েছেন অজিঙ্ক রাহানে।

কিন্তু একই সঙ্গে নতুন রেকর্ডও গড়লেন অজিঙ্ক রাহানে। ভারতীয় হিসেবে আইপিএলে ফ্র্যাঞ্চাইজির নেতৃত্ব দেওয়ার পথেই এই নজির গড়লেন রাহানে।

নাইট অধিনায়কই প্রথম ভারতীয় ক্রিকেটার যিনি আইপিএলে একের বেশি ফ্র্যাঞ্চাইজির নেতৃত্ব দিলেন আজকের ম্য়াচের পর।

কেকেআরের জার্সিতে রাহানের এটাই ছিল প্রথম ম্য়াচ অধিনায়ক হিসেবে। এই নিয়ে আইপিএলে তিনটি ফ্র্য়ঞ্চাইজির নেতৃত্বভার সামলালেন তারকা ব্যাটার।

রাহানে এর আগে পুণে সুপারজায়ান্টসের জার্সিতে একটি ম্য়াচে নেতৃত্ব দিয়েছেন। এছাড়া রাজস্থান রয়্যালসের জার্সিতে ২৪ ম্য়াচ নেতৃত্ব দিয়েছেন।

এদিন ব্যাট হাতেও জ্বলে উঠেছিলেন রাহানে। হাঁকান অর্ধশতরানও। যদিও বাকিদের সাহায্য পাননি।

এবারের আইপিএলে ১০ দলের মধ্যে সবচেয়ে কম দর পাওয়া অধিনায়ক তিনি। অথচ দাম কম পেলেও তিনি যে কতটা উচ্চমানের ব্য়াটার তা এদিন বুঝিয়ে দিলেন অজিঙ্ক রাহানে।

রাহানে এদিন ৩১ বলে ৫৬ রানের ইনিংস খেলেন। ছয়টি বাউন্ডারি ও চারটি ছক্কা হাঁকান নিজের ইনিংসে রাহানে।
Published at : 22 Mar 2025 10:43 PM (IST)
আরও জানুন আইপিএল
আরও দেখুন