ABP Ananda Live: আইপিএলে (IPL 2025) তিনি খেলছেন ইমপ্যাক্ট প্লেয়ার হিসাবে। আর বল হাতে দলকে জিতিয়ে ম্যাচের রং পাল্টে দিচ্ছেন কেকেআরের তরুণ তুর্কি বৈভব অরোরা (Vaibhav Arora)। সানরাইজার্স হায়দরাবাদের ভয়ঙ্কর ব্যাটিং তাঁর বলে জব্দ হয়েছে। ট্র্যাভিস হেডের (Travis Head)বিরুদ্ধে ঈর্ষণীয় রেকর্ড। ডানহাতি পেসারকে নিয়ে উচ্ছ্বসিত স্বয়ং শাহরুখ খান। ম্যাচের পর পাঠিয়েছেন বার্তা। হর্ষিত রানার (Harshit Rana) সঙ্গে তাঁর জুটিতে ভয়ঙ্কর দেখাচ্ছে নাইটদের বোলিং। অজিঙ্ক রাহানে-বেঙ্কটেশ আইয়ারদের তুরুপের তাস একান্ত সাক্ষাৎকার দিলেন টিমহোটেলে বসে।
বিকাশরঞ্জনের নিশানায় মুখ্যমন্ত্রী !
নেতাজি ইন্ডোরে মুখ্যমন্ত্রীর সঙ্গে চাকরিহারাদের বৈঠকের পর, মমতা বন্দ্যোপাধ্যায়কে চাঁচাছোলা ভাষায় আক্রমণ করলেন বিকাশরঞ্জন ভট্টাচার্য। এদিন এবিপি আনন্দ-র একান্ত সাক্ষাৎকারে তোপ দাগলেন তিনি। ‘ মমতা বন্দ্যোপাধ্যায় আপনার নাম করে, নিশানা করেছেন। তিনি বলেছেন বিকাশরঞ্জন ভট্টাচার্যকে কি রাজনৈতিকভাবে আইসোলেটেড করা উচিত নয় ?’ প্রশ্নের উত্তরে এদিন বিকাশরঞ্জন ভট্টাচার্য বলেন, ঠিকই বলেছেন উনি। উনি তো দুর্নীতির পক্ষে। আমি দুর্নীতির বিপক্ষে। রাজনৈতিকভাবে আইসোলেট করা মানে, উনিই পশ্চিমবঙ্গের মানুষকে ডাক দিচ্ছেন, যে আপনারা দুর্নীতির পক্ষে থাকবেন নাকি বিপক্ষে থাকবেন ? উনি অনেক কথা বলেন, সেটার গুরুত্ব বোঝেন না। আর যেভাবে চিৎকার করে কথা বলছিলেন, পাড়ার পাগলরা এভাবে চিৎকার করে কথা বলে। উনি তাই করেছেন। পুরো উন্মাদ।