
লখনউ সুপার জায়ান্টসের ২৩৮/৩ তাড়া করতে নেমে কার্যত অসাধ্য সাধন করেই ফেলেছিল কলকাতা নাইট রাইডার্স। মাত্র ৪ রানে ম্যাচ হারতে হয় নাইটদের।

২০ ওভারে ২৩৪/৭ স্কোরে আটকে যায় কেকেআর। রিঙ্কু সিংহ ১৫ বলে ৩৮ রানের বিধ্বংসী ইনিংস খেলে অপরাজিত ছিলেন।

ফিনিশার রিঙ্কু দলকে ম্যাচ জেতাতে পারেননি। মঙ্গলবার তিনি ব্যাট করতে নেমেছিলেন আট নম্বরে।

কেন এত নীচে ব্যাট করতে পাঠানো হল রিঙ্কুকে? কেকেআর ম্যানেজমেন্টের সিদ্ধান্তে ক্ষিপ্ত সমর্থকেরা। তুলোধনা করা হচ্ছে নাইট থিঙ্ক ট্যাঙ্ককে।

কেকেআরের হয়ে গত কয়েক মরশুমে ফিনিশারের ভূমিকা সফলভাবে পালন করে আসছেন রিঙ্কু। গুজরাত টাইটান্সের বিরুদ্ধে শেষ ওভারে তাঁর পাঁচ বলে পাঁচ ছক্কা মেরে ম্যাচ জেতানো আইপিএলের ইতিহাসে জায়গা করে নিয়েছে।

অথচ বুধবার সেই রিঙ্কুর আগে ব্যাট করতে পাঠানো হল অনভিজ্ঞ অঙ্গকৃষ রঘুবংশী, রামনদীপ সিংহদের। নাইট ভক্তরা যে সিদ্ধান্তে মেজাজ হারিয়েছেন।

বলাবলি হচ্ছে, কেকেআরের আত্মঘাতী সিদ্ধান্তই ম্যাচের রাশ তুলে দিল লখনউয়ের হাতে। সোশ্যাল মিডিয়ায় সরগরম।

সমর্থকেরা বলছেন, রিঙ্কুকে আগে ব্যাট করতে পাঠালে ম্যাচের ফল অন্যরকম হতে পারত। কোন যুক্তিতে কোচ চন্দ্রকান্ত পণ্ডিত এরকম সিদ্ধান্ত নিলেন, সেই প্রশ্নও তুলছেন অনেকে।

রিঙ্কুর কাছে অনেক কেকেআর সমর্থক ক্ষমাও চেয়ে নিয়েছেন সোশ্যাল মিডিয়ায়। লেখা হয়েছে, দুঃখিত রিঙ্কু, দল তোমাকে কাজেই লাগাতে পারল না। এক ভক্ত লিখেছেন, ‘রিঙ্কুর দলের কাছে আরও ভাল কিছু প্রাপ্য।’

এক সমর্থক তো এমনও লিখেছেন যে, রিঙ্কুর প্রতিভাকে পরিহাসের বিষয় করে তুলেছে কেকেআর টিম ম্যানেজমেন্ট। তাঁকে ৬ নম্বরে নামানো হলে নাইটরাই ম্যাচ জিতত, বিশ্বাস ভক্তদের। কেউ কেউ এক পা বাড়িয়ে পণ্ডিতকে কোচের পদ থেকে সরানোর দাবিও তুলেছেন। ছবি – পিটিআই
Published at : 09 Apr 2025 07:40 PM (IST)
আরও জানুন আইপিএল
আরও দেখুন