NOW READING:
পারসি স্ত্রী, করুণ নায়ারের সুন্দরী স্ত্রী সবার থেকেই আলাদা
April 19, 2025

পারসি স্ত্রী, করুণ নায়ারের সুন্দরী স্ত্রী সবার থেকেই আলাদা

পারসি স্ত্রী, করুণ নায়ারের সুন্দরী স্ত্রী সবার থেকেই আলাদা
Listen to this article


সানায়া তাঙ্কারিবালা। এই ভদ্রমহিলার নাম ভারতীয় ক্রিকেটে অনেকেই জানেন না। কিন্তু তাঁর স্বামী টেস্টে ভারতের হয়ে এক ইনিংসে ত্রিশতরানের ইনিংস খেলেছিলেন।

সানায়া তাঙ্কারিবালা। এই ভদ্রমহিলার নাম ভারতীয় ক্রিকেটে অনেকেই জানেন না। কিন্তু তাঁর স্বামী টেস্টে ভারতের হয়ে এক ইনিংসে ত্রিশতরানের ইনিংস খেলেছিলেন।

সানায়া করুণ নায়ারের স্ত্রী। দম্পতির এক পুত্র ও এক কন্যাসন্তানও রয়েছে। কিন্তু করুণের স্ত্রী কিন্তু হিন্দু নন।

সানায়া করুণ নায়ারের স্ত্রী। দম্পতির এক পুত্র ও এক কন্যাসন্তানও রয়েছে। কিন্তু করুণের স্ত্রী কিন্তু হিন্দু নন।

করুণের স্ত্রী একজন পারসি মহিলা। ১৪০ কোটি ভারতবাসীর মধ্যে এই পারসিদের জনসংখ্যা ভারতের মাত্র ৭০ হাজার। তার মধ্যেই সানায়াকে জীবনসঙ্গী বেছেছেন করুণ।

করুণের স্ত্রী একজন পারসি মহিলা। ১৪০ কোটি ভারতবাসীর মধ্যে এই পারসিদের জনসংখ্যা ভারতের মাত্র ৭০ হাজার। তার মধ্যেই সানায়াকে জীবনসঙ্গী বেছেছেন করুণ।

দীর্ঘদিনের প্রেমিকাকে বিয়ে করেছিলেন করুণ। ২০১৯ সালে সানায়াকে নাকি করুণই বিয়ের প্রস্তাব দিয়েছিলেন।

দীর্ঘদিনের প্রেমিকাকে বিয়ে করেছিলেন করুণ। ২০১৯ সালে সানায়াকে নাকি করুণই বিয়ের প্রস্তাব দিয়েছিলেন।

২০১৯ সালের ২৯ জুন বাগদান সারেন এই দম্পতি। ২০২০ সালের ১৯ জানুয়ারি বিবাহবন্ধনে আবদ্ধ হন তাঁরা।

২০১৯ সালের ২৯ জুন বাগদান সারেন এই দম্পতি। ২০২০ সালের ১৯ জানুয়ারি বিবাহবন্ধনে আবদ্ধ হন তাঁরা।

সানায়া মিডিয়ায় কাজ করেন। সোশ্য়াল মিডিয়ায় প্রচুর ফলোয়ার থাকা সত্ত্বেও লো প্রোফাইল লাইফস্টাইল ধরে রাখেন সানায়া।

সানায়া মিডিয়ায় কাজ করেন। সোশ্য়াল মিডিয়ায় প্রচুর ফলোয়ার থাকা সত্ত্বেও লো প্রোফাইল লাইফস্টাইল ধরে রাখেন সানায়া।

দুজন ভিন্ন ধর্ম, ভিন্ন সংস্কৃতির মানুষ কিন্তু দুজনে কখনওই কারেও ধর্মকে বা সংস্কারকে ছোট করেননি।

দুজন ভিন্ন ধর্ম, ভিন্ন সংস্কৃতির মানুষ কিন্তু দুজনে কখনওই কারেও ধর্মকে বা সংস্কারকে ছোট করেননি।

করুণ ও সানায়ার দুই সন্তানের নাম কায়ান ও সামারা।

করুণ ও সানায়ার দুই সন্তানের নাম কায়ান ও সামারা।

ঘরোয়া ক্রিকেটে দীর্ঘদিন ধরেই দুর্দান্ত ফর্মে রয়েছেন করুণ নায়ার। তাঁর ব্যাটে ধারাবাহিক পারফর্ম্য়ান্সের সুবাদে তৃতীয়বার রঞ্জি চ্যাম্পিয়ন হয়েছে বিদর্ভ।

ঘরোয়া ক্রিকেটে দীর্ঘদিন ধরেই দুর্দান্ত ফর্মে রয়েছেন করুণ নায়ার। তাঁর ব্যাটে ধারাবাহিক পারফর্ম্য়ান্সের সুবাদে তৃতীয়বার রঞ্জি চ্যাম্পিয়ন হয়েছে বিদর্ভ।

এবারের আইপিএলে দিল্লি ক্যাপিটালসের হয়ে খেলছেন করুণ। তিনবছর পর আইপিএলে খেলতে নেমেই মুম্বইয়ের বিরুদ্ধে ৮৯ রানের ঝোড়ো ইনিংস খেলেছিলেন।

এবারের আইপিএলে দিল্লি ক্যাপিটালসের হয়ে খেলছেন করুণ। তিনবছর পর আইপিএলে খেলতে নেমেই মুম্বইয়ের বিরুদ্ধে ৮৯ রানের ঝোড়ো ইনিংস খেলেছিলেন।

Published at : 19 Apr 2025 06:30 PM (IST)

আরও জানুন আইপিএল

আরও দেখুন



Source link