
আর কিছুক্ষণ পরেই আইপিএলের সুপার সানডের সবচেয়ে হাইভোল্টেজ মহারণে মুখোমুখি হবে চেন্নাই সুপার কিংস ও মুম্বই ইন্ডিয়ান্স।

আরও একবার ২২ গজে দেখা যাবে মহেন্দ্র সিংহ ধোনিকে। ৪৩ পেরিয়েও এখনও যে তিনি কতটা ফিট, তার প্রমাণ রেখেছেন অনুশীলনেও। ব্যাট হাতে শুধু জ্বলে ওঠার অপেক্ষা।

ঘরের মাঠে নিজেদের এবারের আইপিএল অভিযান শুরু করতে চলেছে চেন্নাই সুপার কিংস। রুতুরাজ গায়কোয়াডের নেতৃত্বেই খেলতে নামবে পাঁচবারের আইপিএল

অন্যদিকে গত মরশুমে হার্দিক পাণ্ড্যর নেতৃত্বে প্রথমবার খেলেছিল মুম্বই ইন্ডিয়ান্স। কিন্তু একেবারেই আশানুরুপ পারফর্ম করতে পারেনি পাল্টানরা। এবারও বঢোদরা অলরাউন্ডারই দলের নেতৃত্বভার সামলাবেন।

চোখ থাকবে রোহিত শর্মার দিকেও। ৯ মাস পরে কুড়ির ফর্ম্য়াটে খেলতে নামবেন তিনি। শেষ খেলেছিলেন টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে।

চেন্নাই সুপার কিংসে এবার দেখা যাবে রবিচন্দ্রন অশ্বিনকে। প্রায় ৯ বছর পর আইপিএলে ফের একবার হলুদ জার্সিতে খেলতে দেখা যাবে তারকা অফস্পিনারকে।

চেন্নাই তাঁদের হোমগ্রাউন্ড পি চিদাম্বরম স্টেডিয়ামে মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে খেলতে নামবে।

রবিবার প্রথম ম্য়াচে রাজস্থান রয়্যালস ও সানরাইজার্স মুখোমুখি হয়েছিল। সেই ম্য়াচটি শুরু হয়েছিল ৩.৩০ থেকে। মুম্বই বনাম সিএসকে ম্য়াচটি শুরু হবে সন্ধে ৭.৩০ থেকে।

চেন্নাই ও মুম্বই এখনও পর্যন্ত আইপিএলের ইতিহাসে মোট ৩৭ বার মুখোমুখি হয়েছে। ২০ বার জিতেছে মুম্বই ও ১৭ বার জিতেছে চেন্নাই।

আগের মরশুমে শেষ ম্য়াচে স্লো ওভার রেটের জন্য এই মরশুমে প্রথম ম্য়াচে খেলতে পারবেন না হার্দিক পাণ্ড্য। তাঁর অনুপস্থিতিে সূর্যকুমার যাদব নেতৃত্বভার সামলাবেন মুম্বই দলের।
Published at : 23 Mar 2025 04:44 PM (IST)
আরও জানুন আইপিএল
আরও দেখুন