NOW READING:
১৩ বছর বয়সেই কোটিপতি, নিলামে ইতিহাস তৈরি করা বৈভব কি বয়সের মাপকাঠিতে আদৌ আইপিএলে খেলার যোগ্য?
November 26, 2024

১৩ বছর বয়সেই কোটিপতি, নিলামে ইতিহাস তৈরি করা বৈভব কি বয়সের মাপকাঠিতে আদৌ আইপিএলে খেলার যোগ্য?

১৩ বছর বয়সেই কোটিপতি, নিলামে ইতিহাস তৈরি করা বৈভব কি বয়সের মাপকাঠিতে আদৌ আইপিএলে খেলার যোগ্য?
Listen to this article


নয়াদিল্লি: ‘যত্র প্রতিভা অভসরা প্রাপন্তিহি’, অর্থাৎ যেখানে প্রতিভা নিজেকে প্রমাণ করার সুযোগ পায়। আইপিএল ট্রফির গায়ে এটাই লেখা থাকে। অতীতে বারংবার যশপ্রীত বুমরা, হার্দিক পাণ্ড্যদের মতো প্রতিভারা আইপিএলের মাধ্যমে নিজেদের মেলে ধরার সুযোগ পেয়েছেন। আসন্ন আইপিএল মরশুমে ফের একবার এমনই সুযোগ পাবেন প্রচুর তরুণ। তবে এদের মধ্য যার নাম প্রচারের আলোয় সবথেকে বেশি উঠে আসছে, সে হল বৈভব সূর্যবংশী (Vaibhav Suryavanshi)।

বয়স মাত্র ১৩ বছর। এই বয়সেই আইপিএল নিলামে সামিল হয়ে আগেই ইতিহাস গড়েছিলেন বৈভব। তাঁকে সোমবার নিলামের (IPL Auction 2025) দ্বিতীয় দিনে ১ কোটি ১০ লক্ষ টাকায় দলে নিয়ে নেয় রাজস্থান রয়্যালস। আইপিএল নিলামে বিক্রি হওয়া কনিষ্ঠতম ক্রিকেটার হয়ে যান বৈভব। কিন্তু এত কম বয়সে কি আদৌ আইপিএলে খেলতে পারবেন বৈভব? ২০২০ সালে আইসিসির এক নতুন নিয়ম আনে। সেই নিয়ম অনুযায়ী কিন্তু ১৫ বছরেরর কম বয়সি কোনও ক্রিকেটার বিশ্বস্তরের কোনও ক্রিকেট টুর্নামেন্টে খেলতে পারবেন না।

 

সেই অনুযায়ী বৈভবের আইপিএল খেলা নিয়ে কিন্তু প্রশ্নচহ্ন উঠে গিয়েছে। তা সত্ত্বেও কেন বিহারের তরুণ বাঁ-হাতি ক্রিকেটারকে দলে নিল রাজস্থান? আসলে আইসিসির ক্ষেত্রে এই নিয়ম থাকলেও, আইপিএলে কিন্তু বয়স সংক্রান্ত এ ধরের কোনও নিয়ম নেই। সেই কারণেই আইপিএলে বৈভবের অংশগ্রহণ নিয়ে কোনওরকম কোনও বাধা নেই। 

তবে আইসিসির যে ১৫ বছরের নিয়ম রয়েছে, সেই নিয়মের বিরুদ্ধে গিয়ে কোনও ক্রিকেটারকে খেলাতে হলে আইসিসির কাছে আবেদন করতে হয়। সেক্ষেত্রে এক বোর্ড ওই ক্রিকেটারের অভিজ্ঞতা, মানসিক পরিণতি এবং তিনি আদৌ প্রতিযোগিতামূলক ক্রিকেটের ধকল নেওয়ার জন্য তৈরি কি না, এইসব বিষয় পরীক্ষা করে দেখবে। তারপরেই সে খেলার ছাড়পত্র পাবে। তাই বয়স কিন্তু বৈভবের জন্য বাধা হয়ে দাঁড়াতে পারবে না। 

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

আরও পড়ুন: আইপিএল নিলামে বাংলার ফাস্ট বোলারদের রমরমা, লখনউ সুপার জায়ান্টসে যোগ দিলেন আকাশ দীপ 

আরও দেখুন





Source link