আগেই জানানো হয়েছিল দিনক্ষণ, প্রকাশিত চূড়ান্ত তালিকাও, কখন, কোথায় দেখবেন আইপিএলের মেগা নিলাম?

Estimated read time 1 min read
Listen to this article


নয়াদিল্লি: দিনক্ষণ বহু আগেই ঘোষণা হয়ে গিয়েছিল। গতকাল আইপিএলের মেগা নিলামের (IPL Auction 2025) চূড়ান্ত তালিকায়ও প্রকাশিত হয়ে গিয়েছে। মোট ১৫৭৪ জনের তালিকা কাটছাঁট করে নেমেছে ৫৭৪ জনে। মেগা নিলাম মানেই বিরাট বদল। স্বাভাবিকভাবে ফ্র্যাঞ্চাইজগুলি নিজেদের সেরা খেলোয়াড়দের ধরে রাখার জন্য তৎপর হলেও, অনেক বড় বড় তারকারাও মেগা নিলামে দলবদল করেন। তাই মেগা নিলাম ঘিরে উত্তেজনা থাকেই। আর এবারের মেগা নিলামে তো ঋষভ পন্থ, শ্রেয়স আইয়ারদের মতো তারকারা উঠছেন। 

তাই আইপিএলের পরবর্তী মরশুম শুরু হতে দেরি থাকলেও, ইতিমধ্যেই নিলামকে ভিত্তি করে সকলের মুখে মুখে মেগা টুর্নামেন্ট নিয়েই চর্চা। গতবারের নিলামের মতো কিন্তু এবারের নিলামও দেশে নয়, দেশের বাইরেই বসছে।

কোথায় নিলাম?

আইপিএলের মেগা নিলাম আয়োজিত হবে সৌদির আরবের জেড্ডায়।

কবে হবে নিলাম?

এবারের আইপিএল নিলাম দুই দিন ধরে আয়োজিত হবে। ২৪ ও ২৫ তারিখ ১০ ফ্র্যাঞ্চাইজি নিজেদের সেরা দল তৈরি করার লক্ষ্যে ক্রিকেটারদের জন্য দর হাঁকাবে। 

কখন শুরু?

স্থানীয় সময় অনুযায়ী ১২.৩০টা এবং ভারতীয় সময় দুপুর তিনটে নাগাদ শুরু হবে মেগা নিলাম।

কোথায় দেখবেন?

স্টার স্পোর্টসের বিভিন্ন চ্যানেলে আইপিএল নিলামের সরাসরি সম্প্রচার দেখানো হবে।

অনলাইন কীভাবে দেখবেন নিলাম?

টিভির সামনে বসার সুযোগ না থাকলেও স্মার্টফোনে জিও সিনেমা অ্যাপে সরাসরি দেখা যাবে আসন্ন আইপিএলের মেগা নিলাম।

 

এবারের নিলামে যে ৫৭৪ জন ক্রিকেটারের উঠবেন, তার মধ্যে ৩৬৬ জন ভারতীয় ক্রিকেটার। ২০৮ জন বিদেশি ক্রিকেটার। যাঁদের মধ্যে ৩ জন রয়েছেন অ্যাসোসিয়েট দেশ থেকে। ৩৬৬ জন ভারতীয়র মধ্যে ৩১৮ জন আনক্যাপড। বিদেশিদের মধ্যে ১২ জন আনক্যাপড ক্রিকেটার। অর্থাৎ, যাঁরা দেশের হয়ে এখনও অভিষেক ঘটাননি বা, গত পাঁচ বছরে দেশের হয়ে কোনও আন্তর্জাতিক ম্যাচ খেলেননি। যে নিয়মে মহেন্দ্র সিংহ ধোনিও এবারের নিলামে আনক্যাপড হিসাবে উঠবেন।

আরও পড়ুন: মাত্র ১৩ বছর বয়সেই সর্বকালের কনিষ্ঠতম ক্রিকেটার হিসাবে আইপিএলের নিলামে, কে সে? 

আরও দেখুন





Source link

JagoronBarta http://www.jagoronbarta.com

জাগরণ বার্তা হল একটি অগ্রণী অনলাইন সংবাদ পোর্টাল যা পশ্চিমবঙ্গের মানুষের কাছে নিরপেক্ষ, সঠিক এবং সময়োপযোগী সংবাদ পৌঁছে দেওয়ার জন্য নিবেদিত। আমরা এমন একটি প্ল্যাটফর্ম সরবরাহ করতে প্রতিশ্রুতিবদ্ধ যা বাংলার প্রকৃত কণ্ঠস্বরকে প্রতিফলিত করে এবং স্বাধীন সাংবাদিকতার গুরুত্বকে তুলে ধরে।

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours