কত টাকা হাতে নিয়ে নিলামের দ্বিতীয় দিন নামছে ১০ দল? দামি ক্রিকেটার কিনতে পারে কারা?

Estimated read time 1 min read
Listen to this article


জেড্ডা: আইপিএলের (IPL Auction 2024) বহু প্রতীক্ষিত মেগা নিলামের দুদিনের আসর বসেছে সৌদি আরবের জেড্ডায়। আর সেখানে রবিবার, ২৪ নভেম্বর, প্রথম দিন ঘর অনেকটাই গুছিয়ে নিয়েছে দশ দল। হয়েছে রেকর্ডও। অতীতের সব নজির ভেঙে আইপিএলের সবচেয়ে দামি ক্রিকেটার হিসাবে উঠে এসেছেন ঋষভ পন্থ (Rishabh Pant)। তুমুল দড়ি টানাটানির পর পন্থকে ২৭ কোটি টাকায় কিনেছে লখনউ সুপার জায়ান্টস। ভেঙে গিয়েছে মিচেল স্টার্কের ২৪ কোটি ৭৫ লক্ষ টাকা দামের রেকর্ড। পন্থই এখন আইপিএলের ইতিহাসে সবচেয়ে দামি ক্রিকেটার।

ঠিক যেরকম দুইয়ে উঠে এসেছেন গতবার অধিনায়ক হিসাবে কলকাতা নাইট রাইডার্সকে আইপিএল চ্যাম্পিয়ন করা শ্রেয়স আইয়ার। ২৬ কোটি ৭৫ লক্ষ টাকায় তাঁকে কিনেছে পাঞ্জাব কিংস। কেকেআর সবচেয়ে বেশি দাম দিয়ে কিনেছে তাদেরই দলের অন্যতম নির্ভরযোগ্য ক্রিকেটার বেঙ্কটেশ আইয়ারকে। ২৩ কোটি ৭৫ লক্ষ টাকা দাম পেয়েছেন মধ্য প্রদেশের ক্রিকেটার।

সোমবার, নিলাম পর্বের দ্বিতীয় দিন। বাকি দল গুছিয়ে নেওয়ার শেষ সুযোগ পাবে দশ দল। তার আগে কোন দলের হাতে পড়ে রইল কত টাকা? দেখে নেওয়া যাক।

নিলামের প্রথম দিনের পর কোন দলের হাতে রয়েছে কত টাকা?

রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর – ৩০ কোটি ৬৫ লক্ষ টাকা

মুম্বই ইন্ডিয়ান্স – ২৬ কোটি ১০ লক্ষ টাকা

পাঞ্জাব কিংস – ২২ কোটি ৫০ লক্ষ টাকা

গুজরাত টাইটান্স – ১৭ কোটি ৫০ লক্ষ টাকা

রাজস্থান রয়্যালস – ১৭ কোটি ৩৫ লক্ষ টাকা

চেন্নাই সুপার কিংস – ১৫ কোটি ৬০ লক্ষ টাকা

লখনউ সুপার জায়ান্টস – ১৪ কোটি ৮৫ লক্ষ টাকা

দিল্লি ক্যাপিটালস – ১৩ কোটি ৮০ লক্ষ টাকা

কলকাতা নাইট রাইডার্স – ১০ কোটি ৫ লক্ষ টাকা

সানরাইজার্স হায়দরাবাদ – ৫ কোটি ১৫ লক্ষ টাকা

সবচেয়ে বেশি টাকা হাতে নিয়ে শেষ দিনের নিলামে যাচ্ছে বিরাট কোহলির আরসিবি। ৩০ কোটি ৬৫ লক্ষ টাকা হাতে রয়েছে তাদের। মুম্বই ইন্ডিয়ান্স (২৬ কোটি ১০ লক্ষ টাকা) ও পাঞ্জাব কিংসের (২২ কোটি ৫০ লক্ষ টাকা) হাতেও রয়েছে ভাল পরিমাণ টাকা।

আরও পড়ুন: শ্রেয়সকেও দামে ছাপিয়ে গেলেন পন্থ, ২৭ কোটি টাকায় দিল্লির হাত থেকে ছিনিয়ে নিল লখনউ

আরও দেখুন



Source link

JagoronBarta http://www.jagoronbarta.com

জাগরণ বার্তা হল একটি অগ্রণী অনলাইন সংবাদ পোর্টাল যা পশ্চিমবঙ্গের মানুষের কাছে নিরপেক্ষ, সঠিক এবং সময়োপযোগী সংবাদ পৌঁছে দেওয়ার জন্য নিবেদিত। আমরা এমন একটি প্ল্যাটফর্ম সরবরাহ করতে প্রতিশ্রুতিবদ্ধ যা বাংলার প্রকৃত কণ্ঠস্বরকে প্রতিফলিত করে এবং স্বাধীন সাংবাদিকতার গুরুত্বকে তুলে ধরে।

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours