কেকেআরের অধিনায়ক পন্থ? যোগ দিচ্ছেন কে এল রাহুল-শামি-সিরাজ? নিলামের অভিনব নকশা

Estimated read time 1 min read
0 0
Listen to this article
Read Time:5 Minute, 35 Second


কলকাতা: দিনক্ষণ ঠিক হয়ে গিয়েছে। আগামী ২৪ ও ২৫ নভেম্বর জেড্ডায় বসছে আইপিএল নিলামের (IPL Auction 2024) আসর। সব দলই নিলামের টেবিল থেকে কোন কোন ক্রিকেটারকে কেনার জন্য ঝাঁপানো হবে, সেই নীল নকশা তৈরি করতে ব্যস্ত।

আর এর মাঝেই অভিনব এক রাস্তা বেছে নিল কলকাতা নাইট রাইডার্স (KKR)। নিলাম থেকে কাদের কেনা হবে, তা নিয়ে সমর্থকদের মতামত নিল কেকেআর। একটি মক অকশনের আয়োজন করেছিল কেকেআর। সেখান থেকে পাঁচটি দল বেছে নেওয়া হয়েছে।

সেই পাঁচ দলের মধ্যে চমকের পর চমক। প্রথম দলের অধিনায়ক করা হয়েছে নীতীশ রানাকে। পাশাপাশি একটি দলে গতবারের অধিনায়ক শ্রেয়স আইয়ারকে ফের নেতৃত্বের দায়িত্ব দেওয়া হয়েছে। কেকেআর বাংলার ক্রিকেটারদের উপেক্ষা করে বলে নাইট ভক্তদের দীর্ঘদিনের অনুযোগ রয়েছে। তবে ভক্তদের বেছে নেওয়া কোনও দলে রয়েছেন মহম্মদ শামি, কোনওটাও আকাশ দীপ বা মুকেশ কুমার, শাহবাজ আমেদ। পাশাপাশি মহম্মদ সিরাজের ওপরও লগ্নি করেছেন অনেকে।

তবে সবচেয়ে চমক রয়েছে দ্বিতীয় ও তৃতীয় দলে। দ্বিতীয় দলে রাখা হয়েছে কে এল রাহুলকে। তৃতীয় দলের অধিনায়ক করা হয়েছে ঋষভ পন্থকে।

পাঁচটি দলই সমর্থকদের বেছে নেওয়া। শেষ কথা বলবে কেকেআর কর্তৃপক্ষই। তবে ভক্তদের নির্বাচনকে মর্যাদা দেওয়া হবে না, কে বলতে পারে?

সমর্থকদের বেছে নেওয়া প্রথম দল: সুনীল নারাইন, ফিল সল্ট (সহ অধিনায়ক), ঈশান কিষাণ (উইকেটকিপার), নীতীশ রানা (অধিনায়ক), রিঙ্কু সিংহ, আন্দ্রে রাসেল, রামনদীপ সিংহ, হর্ষিত রানা, জশ হ্যাজলউড, বৈভব অরোরা, বরুণ চক্রবর্তী, সমীর রিজভি, জেরাল্ড কোয়েৎজে, হরপ্রীত ব্রার, যশ ঠাকুর, ক্যামেরন গ্রিন, আকাশ দীপ, স্যাম বিলিংস, এ এম ঘজনফর, ময়ঙ্ক আগরওয়াল ও মুকেশ চৌধুরী।

সমর্থকদের বেছে নেওয়া দ্বিতীয় দল: কে এল রাহুল (উইকেটকিপার), সুনীল নারাইন, উইল জ্যাকস, রাহুল ত্রিপাঠি, রিঙ্কু সিংহ, আন্দ্রে রাসেল, রামনদীপ সিংহ, হর্ষিত রানা, ভুবনেশ্বর কুমার, ট্রেন্ট বোল্ট, বরুণ চক্রবর্তী, শাহবাজ আমেদ, রহমানউল্লাহ গুরবাজ, চেতন সাকারিয়া, আব্দুল সামাদ, অনরিক নখিয়া, ডেওয়াল্ড ব্রেভিস, শেরফান রাদারফোর্ড, বিজয় শঙ্কর, সূয়স শর্মা ও কুমার কুশাগ্র।

সমর্থকদের বেছে নেওয়া তৃতীয় দল: সুনীল নারাইন, জেক ফ্রেসার ম্যাকগার্ক, অঙ্গকৃষ রঘুবংশী, ঋষভ পন্থ (অধিনায়ক), রিঙ্কু সিংহ, আন্দ্রে রাসেল, রামনদীপ সিংহ, হর্ষিত রানা, মিচেল স্টার্ক, টি নটরাজন, বরুণ চক্রবর্তী, মণীশ পাণ্ডে, অনুজ রাওয়াত, জনি বেয়ারস্টো, উমরন মালিক, অনুকূল রায়, লিয়াম লিভিংস্টোন, সাই কিশোর, রোভম্যান পাওয়েল, নান্দ্রে বার্গার ও শাকিব হুসেন।

সমর্থকদের বেছে নেওয়া চতুর্থ দল: কুইন্টন ডি’কক, সুনীল নারাইন, শ্রেয়স আইয়ার (অধিনায়ক), বেঙ্কটেশ আইয়ার, গ্লেন ম্যাক্সওয়েল, অর্শদীপ সিংহ, বরুণ চক্রবর্তী, মহম্মদ সিরাজ, রিঙ্কু সিংহ, আন্দ্রে রাসেল, রামনদীপ সিংহ, হর্ষিত রানা, মার্কাস স্টোইনিস, খলিল আমেদ, ওয়াশিংটন সুন্দর, জিতেশ শর্মা, অভিনব মনোহর, মার্ক উড, বেন ডাকেট, নূর আমেদ ও এ মাধওয়াল।

সমর্থকদের বেছে নেওয়া পঞ্চম দল: জস বাটলার (অধিনায়ক ও উইকেটকিপার), সুনীল নারাইন, আশুতোষ শর্মা, নমন ধীর, রিঙ্কু সিংহ, আন্দ্রে রাসেল, রামনদীপ সিংহ, হর্ষিত রানা, কাগিসো রাবাডা, মহম্মদ শামি, বরুণ চক্রবর্তী, নেহাল ওয়াধেরা, স্যাম কারান, যুজবেন্দ্র চাহাল, গ্লেন ফিলিপ্স, মুকেশ কুমার, ডেভন কনওয়ে, সিকন্দর রাজা, দীপক হুডা, কর্ণ শর্মা ও এস দুবে।

আরও পড়ুন: এশিয়া কাপের ভারতীয় দলে সুযোগ, পা মাটিতে রেখে চলতে চান বাংলার পেসার যুধাজিৎ

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।



Source link

About Post Author

JagoronBarta

জাগরণ বার্তা হল একটি অগ্রণী অনলাইন সংবাদ পোর্টাল যা পশ্চিমবঙ্গের মানুষের কাছে নিরপেক্ষ, সঠিক এবং সময়োপযোগী সংবাদ পৌঁছে দেওয়ার জন্য নিবেদিত। আমরা এমন একটি প্ল্যাটফর্ম সরবরাহ করতে প্রতিশ্রুতিবদ্ধ যা বাংলার প্রকৃত কণ্ঠস্বরকে প্রতিফলিত করে এবং স্বাধীন সাংবাদিকতার গুরুত্বকে তুলে ধরে।
Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %
JagoronBarta http://www.jagoronbarta.com

জাগরণ বার্তা হল একটি অগ্রণী অনলাইন সংবাদ পোর্টাল যা পশ্চিমবঙ্গের মানুষের কাছে নিরপেক্ষ, সঠিক এবং সময়োপযোগী সংবাদ পৌঁছে দেওয়ার জন্য নিবেদিত। আমরা এমন একটি প্ল্যাটফর্ম সরবরাহ করতে প্রতিশ্রুতিবদ্ধ যা বাংলার প্রকৃত কণ্ঠস্বরকে প্রতিফলিত করে এবং স্বাধীন সাংবাদিকতার গুরুত্বকে তুলে ধরে।

You May Also Like

More From Author

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *