<p style="text-align: justify;"><strong>মুম্বই:</strong> আইপিএলে লখনউ সুপারজায়ান্টসের মেন্টর হলেন জাহির খান। বুধবারই লখনউ সুপারজায়ান্টস ফ্র্যাঞ্চইজির তরফে সোশ্য়াল মিডিয়ায় জাহির খানের মেন্টর হিসেবে যুক্ত হওয়ার খবরে সিলমোহর দেওয়া হয়েছে। ২০১১ সালে বিশ্বকাপজয়ী <a title="ভারতীয় দল" href="https://bengali.abplive.com/topic/indian-cricket-team" data-type="interlinkingkeywords">ভারতীয় দল</a>ের সদস্য জাহির এর আগে ক্রিকেট ছাড়ার পর আইপিএলে মুম্বই ইন্ডিয়ান্স শিবিরের সঙ্গে যুক্ত ছিলেন। </p>
<p style="text-align: justify;">উল্লেখ্য, ২০২৩ সালের <a title="আইপিএল" href="https://bengali.abplive.com/topic/ipl" data-type="interlinkingkeywords">আইপিএল</a>ের পর গৌতম গম্ভীর লখনউ সুপার জায়ান্টস ছেড়ে দেন। তিনি মেন্টর হিসাবে দায়িত্ব নেন <a title="কলকাতা নাইট রাইডার্স" href="https://bengali.abplive.com/topic/kolkata-knight-riders" data-type="interlinkingkeywords">কলকাতা নাইট রাইডার্স</a>ের। তারপর থেকে আর কোনও মেন্টর দেখা যায়নি লখনউ সুপার জায়ান্টসে। তার পর দল ছেড়ে গিয়েছেন মর্নি মর্কেলও। এমনকী গম্ভীর ভারতের কোচ হওয়ার পর মনে করা হয়েছিল জাহির খানকে বোলিং কোচ হিসেবে দেখা যেতে পারে। কিন্তু শেষ পর্যন্ত লখনউ সুপারজায়ান্টসের মেন্টর হিসেবে যোগ দিচ্ছেন বাঁহাতি এই প্রাক্তন পেসার।</p>
Source link
সম্ভাবনাই সত্যি, লখনউ সুপারজায়ান্টসের নতুন মেন্টর জাহির
Read Time:2 Minute, 5 Second