মুম্বই: প্রায় এক দশক ধরে ওয়াংখেড়েতে মুম্বই ইন্ডিয়ান্সকে হারাতে পারেনি রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (Mumbai Indians vs Royal Challengers Bengaluru)। সেই পরিসংখ্যান ভুলে চলতি আইপিএল মরশুমের (IPL 2025) তৃতীয় জয়ের লক্ষ্যে সোমবার, ৭ এপ্রিল মাঠে নেমেছিল আরসিবি। নিজেদের লক্ষ্যে তারা সফলও হন। ১২ রানে মুম্বই ইন্ডিয়ান্সকে হারায় আরসিবি। ম্যাচে আরসিবির হয়ে ৪২ বলে সর্বাধিক ৬৭ রানের ইনিংস খেলেন বিরাট কোহলি (Virat Kohli)। তবে আউট হয়েই তিনি মেজাজ হারালেন।
তাঁর নামের পাশে যতই রান লেখা থাকুক না কেন, বিরাট কোহলি যে কখনই আউট হতে পছন্দ করেন না, তা সর্বজনবিদিত। রানের এই খিদেই তো তাঁকে বিশ্বের সর্বকালের সেরাদের মধ্যে জায়গা করে দিয়েছে। সোমবারও দারুণ ছন্দেই দেখাচ্ছিল কোহলিকে। আটটি চার ও দুইটি ছক্কায় সাজানো ছিল তাঁর ইনিংস। তবে হার্দিক পাণ্ড্যর বলে তাঁকে সাজঘরে ফিরতে হয়। আউট হয়ে কোহলি নিজের মেজাজ হারান। কোনওভাবেই নিজের আবেগকে বশ করতে পারেননি তিনি। পরিণামে সাজঘরে ফিরেই সজোরে ব্যাট আছড়ে মারেন কোহলি। ছুড়ে ফেলে দেন নিজের দস্তানাও। এই ঘটনার ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে।
Virat Kohli animated scene threw the bat in anger after getting out on 67!#ViratKohli𓃵 #RCBvsMI #MIvRCB pic.twitter.com/QcKYhpxwVW
— CRICMEMEPUR (@cricmemepur) April 7, 2025
তবে আউট হওয়ার আগে কোহলির ইনিংস কিন্তু দলের জন্যে বড় রানের ভিত গড়ে দিয়েছিল। সেই ভিতেই ইমারত গড়ে আরসিবি। সোমবার প্রথমে ব্যাট করতে নেমে পাহাড়প্রমাণ রান বোর্ডে তুলে নিয়েছিল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। ব্যাট হাতে অর্ধেক কাজটা করেই রেখেছিলেন বিরাট কোহলি, রজত পাতিদার, জিতেশ শর্মারা। বাকি কাজটা করে ফেলেন আরসিবির বোলাররা। মাঝে শুধু হার্দিক ও তিলকের ব্যাটিং মুম্বই ইন্ডিয়ান্স সমর্থকদের মনে কিছুটা আশা সঞ্চার করেছিল। কিন্তু শেষ পর্যন্ত পারলেন না।
পাণ্ড্য ব্রাদার্সের লড়াইয়ে শেষ হাসি হাসলেন বড়ভাই ক্রুণাল, ৪ উইকেট তুলে নিলেন একাই। ২২২ রান তাড়া করতে নেমে ২০৯ রানেই থামে মুম্বই ইন্ডিয়ান্স। আপাতত টুর্নামেন্টে এ মরশুমে সর্বোচ্চ রানসংগ্রাহকদের তালিকায় কোহলি ছয় নম্বরে রয়েছেন। তিনি চার ম্যাচে মোট ১৬৪ রান করেছেন। আগামীদিনে এই রানের ধারা বজায় থাকলে দ্রুতই এ মরশুমের ‘অরেঞ্জ ক্যাপ’ তালিকায়ও শীর্ষে পৌঁছে যেতে পারেন কোহলি।
আরও দেখুন