NOW READING:
ছোটবেলার কোচকে দেখে মাঠেই যা করলেন বিরাট… মন জিতে নিলেন কিংগ কোহলি
April 28, 2025

ছোটবেলার কোচকে দেখে মাঠেই যা করলেন বিরাট… মন জিতে নিলেন কিংগ কোহলি

ছোটবেলার কোচকে দেখে মাঠেই যা করলেন বিরাট… মন জিতে নিলেন কিংগ কোহলি
Listen to this article


নয়াদিল্লি: যে রাজ্যের হয়ে, যে মাঠে ক্রিকেট খেলে তাঁর পরিচিতি, সেই মাঠেই রবিবার ব্যাট হাতে জ্বলে উঠেছেন বিরাট কোহলি (Virat Kohli) । দিল্লি ক্যাপিটালসের (Delhi Capitals) বিরুদ্ধে ঝকঝকে হাফসেঞ্চুরি করেছেন । কোহলির দল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুও ম্যাচ জিতে প্লে অফের দিকে আর এক কদম এগিয়ে গিয়েছে । 

দিল্লি ক্যাপিটালস ম্যাচের পরই কোহলি এমন এক কাণ্ডে করলেন, যা দেখে মুগ্ধ ভক্ত অনুরাগীরা । মাঠে কোহলির আচরণ দেখে সকলেই মুগ্ধ । বলাবলি হচ্ছে, কোহলির এই মানসিকতা দেখে শেখার মতো ।

রবিবার দিল্লি ক্যাপিটালস বনাম আরসিবি ম্যাচ দেখতে নয়াদিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে হাজির হয়েছিলেন রাজকুমার শর্মা (Rajkumar Sharma) । যাঁর আর এক পরিচয়, তিনি কোহলির শৈশবের কোচ । ম্যাচ শেষ হওয়ার পরই মাঠে প্রবেশ করেন রাজকুমার । তাঁকে দেখেই পায়ে হাত দিয়ে প্রণাম করেন কোহলি । সেই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায় । লেখালিখি শুরু হয়, গুরুদক্ষিণা দিতে হলে কোহলির কাছ থেকে তা শেখা উচিত । 

 

রবিবার মাঠে কোহলি ও দিল্লি ক্যাপিটালসের উইকেটকিপার ব্যাটার কে এল রাহুলের একটি উত্তপ্ত বাক্য বিনিময়ের ভিডিও সোশ্যাল মিডিয়ায় ঝড় তুলেছে । কোহলিকে দেখা যায়, ব্যাটিং করার ফাঁকে দিল্লি ক্যাপিটালসের উইকেটকিপার রাহুলকে ডেকে উত্তেজিতভাবে কিছু বলছেন । রাহুলও পাল্টা বলেন । পরে ধারাভাষ্যকার পীযূষ চাওলা জানান, কী কারণে বিবাদে জড়িয়েছিলেন দুই তারকা ।

জানা গিয়েছে, ফিল্ডিং সাজাতে দেরি করছে দিল্লি, রাহুলের কাছে এমনই অভিযোগ করেন বিরাট । রাহুলও চুপ থাকেননি । তিনি জানান, দিল্লি মোটেও ইচ্ছাকৃতভাবে সময় নষ্ট করছে না । তাতে তাঁদের দলেরই মন্থর ওভার রেটের জন্য সমস্যায় পড়তে হতে পারে । ম্যাচের শেষে অবশ্য দুই তারকাকে মজা করতেও দেখা যায় ।-                             

আরও দেখুন





Source link