NOW READING:
২২ গজের মহারণের আগে দেড় দশকের সতীর্থ রোহিতের সঙ্গে নিজের সম্পর্ক নিয়ে আবেগঘন বিরাট
April 6, 2025

২২ গজের মহারণের আগে দেড় দশকের সতীর্থ রোহিতের সঙ্গে নিজের সম্পর্ক নিয়ে আবেগঘন বিরাট

২২ গজের মহারণের আগে দেড় দশকের সতীর্থ রোহিতের সঙ্গে নিজের সম্পর্ক নিয়ে আবেগঘন বিরাট
Listen to this article


মুম্বই: রাত পোহালেই মুম্বই ইন্ডিয়ান্স বনাম রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর মেগাদ্বৈরথ। আর আরসিবি বনাম মুম্বই ইন্ডিয়ান্স (Mumbai Indians vs Royal Challengers Bengaluru) মানেই যে দুইজনের প্রসঙ্গ সবার আগে উঠে আসে, তাঁরা হলেন বিরাট কোহলি (Virat Kohli) ও রোহিত শর্মা (Rohit Sharma)। দীর্ঘদিন ভারতীয় দলকে নিজেদের কাঁধে টেনেছেন দুই মহারথী। তবে সোমবারের মোকাবিলায়, তাঁরা একে অপরের প্রতিদ্বন্দ্বী।

তবে ২২ গজের লড়াইয়ের আগে রোহিত প্রসঙ্গে কথা বলতে গিয়ে খানিকটা আবেগঘনই বিরাট। দুইজনের বন্ধুত্ব ও পারস্পরিক শ্রদ্ধার কথা জানিয়ে বিরাট বলেন, ‘এতদিন ধরে কারুর সঙ্গে একসঙ্গে খেললে এই বিষয়টা হওয়া খুবই স্বাভাবিক। একে অপরের সঙ্গে কথা বলা, একে অপরের থেকে শেখা এবং একই সঙ্গে নিজেদের কেরিয়ারে উন্নতি করাটাও স্বাভাবিক।’

 

কোহলি জানান এতদিন ধরে একসঙ্গে খেলায় দুইজনের মধ্যে একটা ভরসার জায়গাও তৈরি হয়েছে।

 

আরও দেখুন





Source link