বেঙ্গালুরু: আইপিএলের প্রস্তুতিতে নেমে পড়লেন বিরাট কোহলি। কিছুদিন আগেই চ্যাম্পিয়ন্স ট্রফি জিতেছে ভারতীয় দল। সেই দলের গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন অভিজ্ঞ এই ব্যাটার। পাকিস্তানের বিরুদ্ধে দুরন্ত শতরান হাকিয়ে নিজেও রানের মধ্যে ফিরেছেন। দেশের জার্সিতে প্রায় সব ট্রফি জিতলেও এখনও আইপিএল ট্রফি জয়ের স্বাদ পাননি বিরাট। সেই লক্ষ্যেই এবার প্রস্তুতি শুরু করে দিলেন কিং কোহলি।
আরসিবির ফ্যান পেজে বিরাটের নেটে প্রস্তুতির ভিডিও ক্লিপ পোস্ট করা হয়েছে। এই ফ্র্যাঞ্চাইজির জার্সিতে ২০০৮ সাল থেকে খেলছেন। দীর্ঘ সময় দলকে নেতৃত্বও দিয়েছেন। কিন্তু আরসিবির ভাগ্যে ট্রফি জোটেনি। এবার কি হবে?
গত চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারতীয় ব্যাটারদের মধ্যে দ্বিতীয় সর্বাধিক রানের মালিক ছিলেন কোহলি। ৫ ইনিংসে ২১৮ রান করেছিলেন ৫৪-র ওপর গড় রেখে৷ পাকিস্তানের বিরুদ্ধে অপরাজিত ১০০ ছাড়াও সেমিতে অজিদের বিরুদ্ধে ৯৮ বলে ম্যাচ জেতানো ৮৪ রানের ঝকঝকে ইনিংস খেলেছিলেন কিং কোহলি।
আইপিএলের ইতিহাসে ২৫২ ম্যাচে ৮০০৪ রান করেছেন। যা সবচেয়ে বেশি। ঝুলিতে আছে ৮টি শতরান ও ৫৫টি অর্ধশতরান। গত মরশুমেও ৭৪১ রান করে অরেঞ্জ ক্যাপ জিতেছিলেন। একটি শতরান ও পাঁচটি অর্ধশতরান করেছিলেন। টি টোয়েন্টি বিশ্বকাপের পর অবশ্য এই ফর্ম্যাটকে বিদায় জানিয়েছিলেন বিরাট। সেক্ষেত্রে প্রায় ৭-৮ মাস পর ফের কুড়ির ফর্ম্যাটে খেলতে নামছেন কিং কোহলি।
ভারতের চ্যাম্পিয়ন্স ট্রফি জয়ের পর নিজের চেহারাই বদলে ফেললেন বিরাট । তাঁর নতুন লুকের ছবি সোশ্যাল মিডিয়ায় ঝড় তুলেছে । উচ্ছ্বসিত ভক্তরা । বলাবলি শুরু হয়ে গিয়েছে, অধরা আইপিএলে এবার নতুনব উদ্যমে ঝাঁপাবেন বিরাট । সেই কারণেই যেন নতুন চেহারায় ধরা দিলেন ভারতীয় ক্রিকেটের কিংবদন্তি ।
নামী হেয়ার স্টাইলিস্ট আলিম হাকিম বিরাটের নতুন লুকের ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন । সঙ্গে কোহলিকে ‘GOAT’ অর্থাৎ সর্বকালের সেরা ক্রিকেটার হিসাবেও উল্লেখ করেছেন তিনি । সেই ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল।
আরও দেখুন