NOW READING:
মাঠেই ঝামেলা লেগে গেল কোহলি ও রাহুলের, বন্ধুত্বে চিড়? কী হয়েছে আইপিএলের ম্যাচে?
April 28, 2025

মাঠেই ঝামেলা লেগে গেল কোহলি ও রাহুলের, বন্ধুত্বে চিড়? কী হয়েছে আইপিএলের ম্যাচে?

মাঠেই ঝামেলা লেগে গেল কোহলি ও রাহুলের, বন্ধুত্বে চিড়? কী হয়েছে আইপিএলের ম্যাচে?
Listen to this article


নয়াদিল্লি: ক্রিকেট মাঠে তাঁরা ঘনিষ্ঠ বন্ধু বলেই পরিচিত। ভারতীয় দলের ব্যাটিংয়ের দুই স্তম্ভ। আইপিএলেও (IPL 2025) দীর্ঘদিন খেলেছেন এক দলে, একসঙ্গে।

সেই বিরাট কোহলি (Virat Kohli) ও কে এল রাহুল (KL Rahul) এবার মাঠেই ঝামেলায় জড়ালেন!

বিরাট ও রাহুল দীর্ঘদিন রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর হয়ে একসঙ্গে আইপিএল খেলেছেন। পরে রাহুলকে ছেড়ে দেয় আরসিবি। তিনি যোগ দেন লখনউ সুপার জায়ান্টসে। এবার দিল্লি ক্যাপিটালসে যোগ দিয়েছেন রাহুল। এবারের আইপিএল শুরুর সময় তিনি কন্যাসন্তানের পিতা হন। সেই কারণে প্রথম দিকে খেলতে পারেননি। মাঠে নেমেই অবশ্য রানের মধ্যে রাহুল। ছন্দে রয়েছেন কর্নাটকের ক্রিকেটার। বেঙ্গালুরুর চিন্নাস্বামী স্টেডিয়ামে নিজের পুরনো দল আরসিবি-র বিরুদ্ধে দিল্লি ক্যাপিটালসকে জেতান রাহুল। তারপরই তাঁর সেলিব্রেশন নিয়ে হইচই পড়ে যায়। হাফসেঞ্চুরি পূরণ করার পর তিনি কান্তারা সিনেমার ধাঁচে মাঠের মধ্যে ব্যাট দিয়ে বৃত্ত এঁকে তাক মধ্যে ব্যাট ঠুকে দেন। যেন ইঙ্গিত, এই মাঠ আমার। কর্নাটকের ক্রিকেটারের সেলিব্রেশন ভাইরাল হয়েছিল।

বিরাট যে সেই সেলিব্রেশন মনে রেখেছিলেন, রবিবার তা বুঝিয়ে দিলেন। এবার দিল্লির ঘরের মাঠে দিল্লিকে হারাল আরসিবি। সেই ম্যাচে রান তাড়া করতে নেমে হাফসেঞ্চুরি করেন কোহলি। ম্যাচ জেতার পর কোহলিও ফিরোজ শাহ কোটলা (অধুনা অরুণ জেটলি স্টেডিয়াম) মাঠে ব্যাট দিয়ে বৃত্ত এঁকে কান্তারা সেলিব্রেশন করেন। যেন রাহুলকে জবাব।

 

মাঠে কোহলি ও রাহুলের একটি উত্তপ্ত বাক্য বিনিময়ের ভিডিও সোশ্যাল মিডিয়ায় ঝড় তুলেছে। কোহলিকে দেখা যায়, ব্যাটিং করার ফাঁকে দিল্লি ক্যাপিটালসের উইকেটকিপার রাহুলকে ডেকে উত্তেজিতভাবে কিছু বলছেন। রাহুলও পাল্টা বলেন। পরে ধারাভাষ্যকার পীযূষ চাওলা জানান, কী কারণে বিবাদে জড়িয়েছিলেন দুই তারকা।

জানা গিয়েছে, ফিল্ডিং সাজাতে দেরি করছে দিল্লি, রাহুলের কাছে এমনই অভিযোগ করেন কোহলি। রাহুলও চুপ থাকেননি। তিনি জানান, দিল্লি মোটেও ইচ্ছাকৃতভাবে সময় নষ্ট করছে না। তাতে তাঁদের দলেরই মন্থর ওভার রেটের জন্য সমস্যায় পড়তে হতে পারে। ম্যাচের শেষে অবশ্য দুই তারকাকে মজা করতেও দেখা যায়।

আরও দেখুন





Source link